kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

উইকেট পেয়ে ভোঁ দৌড়ে রাস্তায় চলে গিয়েছিলেন তাহির!

অনলাইন ডেস্ক   

২৩ অক্টোবর, ২০২০ ১৮:১৯ | পড়া যাবে ২ মিনিটেউইকেট পেয়ে ভোঁ দৌড়ে রাস্তায় চলে গিয়েছিলেন তাহির!

প্রোটিয়া পেসার ইমরান তাহিরের দৌড় নিয়ে ক্রিকেটাঙ্গনে ব্যাপক হাসি-ঠাট্টা চালু আছে। ক্রিকেট মাঠে উইকেট পাওয়ার আনন্দে তিনি বেশিরভাগ সময়ই দুই হাত প্রসারিত করে লম্বা দৌড় দেন। এটা তার উদযাপনের স্টাইল হতে পারে, তবে ক্রিকেটপ্রেমীদের কাছে তা কৌতুকের উপলক্ষ। অনেকেই বলেন,  উদ্‌যাপন করতে করতে তাহির মাঠঘাট পেরিয়ে পৃথিবীর বাইরে অন্তরীক্ষে চলে গেছেন! কিন্তু বাস্তবে সেটা না হলেও এর কাছাকাছি একটা ঘটনা ঘটিয়েছিলেন তাহির। 

ঘটনা ১৫ বছর আগের। সম্প্রতি এই ঘটনা নিজের মুখে ফাঁস করেছেন তাহির। তিনি বলেন, 'আমার উদ্‌যাপন নিখাদ আবেগ ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। ১৫ বছর আগে যখন ইংল্যান্ডে খেলতাম, তখন একবার দুর্দান্ত ক্যাচ ধরে একটা উইকেট নেওয়ার পর উদ্‌যাপন করতে গিয়ে দৌড়াতে দৌড়াতে মাঠ থেকে বেরিয়ে রাস্তায় চলে গিয়েছিলাম! পরে সেখান থেকে আমাকে হেঁটে হেঁটে মাঠে ফিরতে হয়েছিল। এই দৃশ্য দেখে সবাই তো হেসেই খুন। আমি জানি আমি যেভাবে উদ্‌যাপন করি সেটা অনেক মজাদার। তবে আমি এমনই। প্রত্যেকটা উইকেটই আমার জন্য গুরুত্বপূর্ণ। অত ভেবেচিন্তে উদ্‌যাপন করি না।'

আরব আমিরাতে চলমান আইপিএল উপলক্ষে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের জনপ্রিয় ইউটিউব অনুষ্ঠানে সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন ইমরান তাহির। সেখানেই তিনি এই মজার তথ্য জানান। আইপিএলের গত আসরের সর্বোচ্চ উইকেটশিকারী তাহির আরও বলেন, 'আমি ক্রিকেট খেলি টাকা উপার্জন করার জন্য। পরিবারকে সাহায্য করার জন্য। যতটুকু পারি, আমাকে পরিশ্রম যেতে হবে। উপার্জন করে যেতে হবে। আমি যদি কঠোর পরিশ্রম করতে পারি, তাহলে সমস্যা কোথায়? যত দিন পারি, খেলে যেতে চাই। বিশ্বের সবচেয়ে বুড়ো ক্রিকেটার হতে চাই।'

মন্তব্যসাতদিনের সেরা