kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

করোনায় আগামী ৫ বছর প্রাইজমানি কমানোর ভাবনা উয়েফার!

অনলাইন ডেস্ক   

২২ অক্টোবর, ২০২০ ১৭:১৫ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আগামী ৫ বছর প্রাইজমানি কমানোর ভাবনা উয়েফার!

করোনা মহামারীর কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী পাঁচ বছর চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের প্রাইজমানি কমানোর পরিকল্পনা করছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

ইতোমধ্যেই উয়েফার পক্ষ থেকে সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে অবহিত করা হয়েছে করোনার কারণে প্রায় ৫১৪ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়েছে তারা। টেলিভিশন ও স্পন্সর স্বত্ব থেকে এই আর্থিক ক্ষতি হয়েছে বলে উয়েফা জানিয়েছে। করোনার কারণে গত মৌসুমের নক আউট পর্ব দেরিতে শেষ হওয়ায় এই ক্ষতি হয়েছে।

করোনা মহামারীর কারণে এই দুটি প্রতিযোগিতা মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়। আগস্টে ইউরোপের শীর্ষ লিগগুলো শেষ হওয়ার পরে প্রতিযোগিতাটি আবারো মাঠে গড়ায়। নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য স্টেডিয়ামে নক-আউট পর্ব আয়োজনে বাধ্য হয় উয়েফা। হোম-এ্যাওয়ে ফর্মেটের পরিবর্তে সিঙ্গেল লেগে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়

মন্তব্যসাতদিনের সেরা