kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

রোনালদোকে ছাড়াই জুভেন্টাসের জয়

অনলাইন ডেস্ক   

২১ অক্টোবর, ২০২০ ০৪:১৮ | পড়া যাবে ২ মিনিটেরোনালদোকে ছাড়াই জুভেন্টাসের জয়

করোনা পজিটিভ হওয়ায় জুভেন্টাসের হয়ে সিরিএ-এর একটি ও চ্যাম্পিয়নস লিগের গতকালের ম্যাচ খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সিরিএ তে ড্র করলেও কাল চ্যাম্পিয়নস লিগে মৌসুমের প্রথম ম্যাচটি জয়ে শুরু করেছে জুভেন্টাস (২-০)।

এই ম্যাচে জয়ের নায়ক আলভারো মোরাতা। প্রথমার্ধ গোলশূন্য ছিল। পরের অর্ধে মোরাতা ২টি গোল করেন। আজ রোনালদোর আবার পরীক্ষা হবে। নেগেটিভ আসলে বার্সেলোনার বিপক্ষে ২৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তিনি খেলবেন।

আগের মৌসুমে জুভেন্টাস শেষ ষোলো থেকে বিদায় নেয়। এবার নতুন কোচ হিসেবে এসেছেন আন্দ্রে পিরলো। তিনি খেলার গতি পরিবর্তন করেছেন। আর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বড় তারকাকে ছাড়াই সফলতা পেলেন তিনি।

ডায়নামো কিয়েভের মাঠে খেলা। চাপ তো ছিলই। তবে ছোট ছোট পাসে খেলাটি সহজ করে ফেলেছে জুভরা। প্রথমার্ধে গোলের সুযোগ আসলেও হয়নি। অবশ্য পরের অর্ধে আলভারো মোরাতা জ্বলে ওঠেন। ৪৬ মিনিটে প্রথম গোল এনে দেন তিনি। খেলা শেষ হওয়ার আগে আবারো তার গোল ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস।

জয়ে শুরু ভালো হয়েছে। তবে এবার আসল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে। পরের ম্যাচে লিওনেল মেসির বার্সেলোনা অপেক্ষা করছে। মেসি-রোনালদোর লড়াই দেখতে চায় বিশ্ব। সেক্ষেত্রে রোনালদোর কোভিড টেস্ট নেগেটিভ আসা চাই আগে।  

মন্তব্যসাতদিনের সেরা