kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

মেসির পারফরম্যান্স আরো ভালো হতে পারত : বার্সা কোচ

অনলাইন ডেস্ক   

২০ অক্টোবর, ২০২০ ১৭:১৭ | পড়া যাবে ১ মিনিটেমেসির পারফরম্যান্স আরো ভালো হতে পারত : বার্সা কোচ

কাতালান জায়ান্ট ক্লাব বার্সেলোনায় টালমাটাল পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। মৌসুম শুরু হয়ে গেলেও নতুন কোচ রোনাল্ড কোম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। তিনি এখন দলের সেরা তারকা লিওনেল মেসির পারফরম্যান্সে উন্নতির জায়গা দেখছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, উন্নতির জন্য বার্সা অধিনায়কের প্রচেষ্টা নিয়ে কোনো অভিযোগ বা সংশয় নেই।

গত এক যুগে প্রথমবারের মতো বার্সেলোনা ট্রফিশূন্য মৌসুম কাটানোর পর দল ছাড়তে চেয়েছিলেন মেসি। শেষ পর্যন্ত বার্সা সভাপতির আইনি মারপ্যাঁচে পড়ে অনিচ্ছা সত্ত্বেও রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার তাঁর ২০ বছরের চেনা আঙিনায় থেকে গেছেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১ গোল করেছেন দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি।

আজ মঙ্গলবার ক্যাম্প ন্যুতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। হাঙ্গেরির দল ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কোম্যান বলেন, 'তার প্রচেষ্টা নিয়ে আমার কোনো অভিযোগ বা সংশয় নেই। তবে তার পারফরম্যান্স আরো ভালো হতে পারত। দিন দিন যেভাবে উন্নতি করছে তাতে সে খুশি। সে নিয়মিত খেলতে ও দলকে নেতৃত্ব দিতে চায়।'

মন্তব্যসাতদিনের সেরা