kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

ব্র্যাভোর আইপিএল শেষ?

অনলাইন ডেস্ক   

১৮ অক্টোবর, ২০২০ ২০:৪৬ | পড়া যাবে ১ মিনিটেব্র্যাভোর আইপিএল শেষ?

কুঁচকির ইনজুরির কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। গতরাতে আইপিএলের ৩৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন ব্র্যাভো।

ব্র্যাভোর ইনজুরি নিয়ে ফ্লেমিং বলেন, 'ব্র্যাভোর কুঁচকিতে সমস্যা হয়েছে। ইনজুরির কারণে গতকালের ম্যাচের শেষ ওভারটিতে করতে পারেননি ব্র্যাভো। এজন্য সে খুবই হতাশও। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে আপতত বুঝতে পারছি, দুই সপ্তাহের জন্য হয়তো মাঠের বাইরে থাকতে হবে ব্র্যাভোকে।'

ইনজুরির কারণে ইতোমধ্যে আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার ভুবেনশ্বর কুমার ও মিচেল মার্শ, দিল্লির পেসার ইশান্ত শর্মা ও লেগ স্পিনার অমিত মিশ্র এবং কলকাতার পেসার আলী খান। ব্র্যাভোকে হারিয়ে এবার বিপদেই পড়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

মন্তব্যসাতদিনের সেরা