kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

সতীর্থ-কোচ-গ্রাউন্ডসম্যানদের মাস্ক উপহার দিলেন মুশফিক

অনলাইন ডেস্ক   

১ অক্টোবর, ২০২০ ২০:৩২ | পড়া যাবে ১ মিনিটেসতীর্থ-কোচ-গ্রাউন্ডসম্যানদের মাস্ক উপহার দিলেন মুশফিক

দাতা হিসেবে মুশফিকুর রহিমের নামডাক আছে। প্রায়ই তাকে বিভিন্ন উপহার দিতে দেখা যায়। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত সকল ক্রিকেটার, কোচ, সার্পোটিং স্টাফ ও গ্রাউন্ডসম্যানদের বিশেষ মাস্ক উপহার দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

উপহারগুলো এসেছে 'এমআর-১৫' ফাউন্ডেশন থেকে, যেটির মালিক মুশফিক নিজেই। মুশির দেয়া মাস্ক পরে বাংলাদেশ দলের অনুশীলন সেশনের আগে ছবির জন্য পোজ দেন সকলে। নিজের এমআর ফাউন্ডেশনের মাধ্যমে মানবিক কাজে নিযুক্ত ছিলেন মুশফিক। কোভিড-১৯ সময় তার ফাউন্ডেশন সারাদেশে অসহায়-দুস্থদের সহায়তা করেছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মাস্কটি খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে সেটাই উপহার দিলেন মুশফিক।

মন্তব্যসাতদিনের সেরা