kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

কঠোর কোয়ারেন্টিন আইনে বিন্দুমাত্র ছাড় দেয়নি শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২২ | পড়া যাবে ২ মিনিটেকঠোর কোয়ারেন্টিন আইনে বিন্দুমাত্র ছাড় দেয়নি শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা সফর উপলক্ষে অনুশীলন করছিল টাইগাররা। ছবি : বিসিবি

করোনাভাইরাসে সবচেয়ে কম আক্রান্ত হওয়া দেশগুলোর অন্যতম হলো শ্রীলঙ্কা। এর প্রধান কারণ দেশটির কঠোর করোনাবিধি ঘোষণা এবং এর যথাযথ প্রয়োগ। বাংলাদেশ জাতীয় দলের লঙ্কা সফরের পথে প্রধান অন্তরায় ছিল ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন। বিসিবি এতদিন কোয়ারেন্টিনে থাকতে রাজি হয়নি। তারা শ্রীলঙ্কাকে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করে। লঙ্কান সরকার করোনাবিধির ক্ষেত্রে কোন ছাড় দেয়নি। যে কারণে টাইগারদেরও আপাতত দ্বীপরাষ্ট্রে যাওয়া হচ্ছে না।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন লঙ্কা সফর বাতিলের খবর জানিয়ে বলেন, 'ওদের কোয়ারেন্টিন সম্পূর্ণ আইসোলেশনের মতো। ওই আইসোলেশনে ঘর থেকে বের হতে পারবে না। এভাবে ১৪ দিন কোনো খেলোয়াড়ের পক্ষে থাকা, থাকলে শারীরিক তো পরে, মানসিক যে পরিস্থিতি হবে সেটা থেকে ফিরতেই অনেক সময় লাগবে। ওই অবস্থায় খেলা সম্ভব না।'

শ্রীলঙ্কার এই কঠোর স্বাস্থ্যবিধি সেই দেশের নাগরিকসহ বিশ্বের সকল দেশ থেকে আসা অতিথিদের জন্য প্রযোজ্য। সেখানে তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে বাংলাদেশে অনেক আগেই লকডাউন তুলে নেওয়া হয়েছে। কেউই স্বাস্থ্যবিধি মানছে না। প্রতিদিন মারা যাচ্ছে অনেক মানুষ। বিসিবি সভাপতি আরও বলেন, 'শুধু আমাদের জন্য না, ওই দেশে সবার জন্যই এমন হচ্ছে। কাজেই এই পয়েন্টে ওরা কিছুই করতে পারেনি। ওরা বলেছে ওদের পক্ষে সম্ভব না। আর আমরা বলেছি এই শর্তে খেলা সম্ভব না।'

মন্তব্যসাতদিনের সেরা