kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

'সঞ্জু ভবিষ্যতে ধোনি হবে'- শুনে চটে গেলেন গম্ভীর

অনলাইন ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫০ | পড়া যাবে ২ মিনিটে'সঞ্জু ভবিষ্যতে ধোনি হবে'- শুনে চটে গেলেন গম্ভীর

সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন সঞ্জু স্যামসন। চেন্নাইয়ের পর কিংস ইলেভেন পাঞ্জাব পর পর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন কেরালার এই ব্যাটসম্যান। সঞ্জু স্যামসনের মতো প্রতিভা কেন ভারতীয় দলে সুযোগ পায় না, এই নিয়ে কয়েকদিন আগে বিস্ময় প্রকাশ করেছিলেন রাজস্থান রয়্যালসের  মেন্টর শেন ওয়ার্ন। এবার তাকে 'ভবিষ্যতের ধোনি' হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। 

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৭৪ আর পাঞ্জাবের বিপক্ষে ৪২ বলে দুর্দান্ত ৮৫ রানের ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। রান উৎসবের ম্যাচটিতে ৪ উইকেটে জিতেছে রাজস্থান। মায়াঙ্ক আগারওয়ালের দুর্দান্ত সেঞ্চুরিতে পাঞ্জাব ২০ ওভারে তুলেছিল ২২৩ রান। রাজস্থান তা পেরিয়ে গেছে ৩ বল বাকি থাকতে। এটাই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়।এরপরেই সঞ্জুকে ধোনির সঙ্গে তুলনা করেন শশী থারুর।

তিনি টুইটারে লিখেন, 'দারুণ জয় পেল রাজস্থান রয়্যালস। আমি সঞ্জু স্যামসনকে প্রায় এক দশক ধরে চিনি। ও যখন ১৪ বছরের ছিল তখনই ওকে বলেছিলাম একদিন ধোনি হবে। সেদিন এসে গেছে। আইপিএলে পরপর দুই ইনিংস খেলার পর সবাই তার ক্রিকেট প্রতিভার বিষয়ে এখন জেনে গেছে।'

তবে ধোনির সঙ্গে এই তরুণ ক্রিকেটারের তুলনা করায় বেজায় চটে গেছেন ভারতের সাবেক ওপেনার এবং বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। শশী থারুরের টুইট শেয়ার করে তিনি লিখেছেন, 'সঞ্জুর অন্য কারও মতো হওয়ার প্রয়োজন নেই। সে ভারতীয় ক্রিকেটে সঞ্জু স্যামসন নামেই পরিচিত হবে।'

মন্তব্যসাতদিনের সেরা