kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

সারার সঙ্গে গোপন প্রেমে শুভমান গিল?

অনলাইন ডেস্ক   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১২:৩৩ | পড়া যাবে ১ মিনিটেসারার সঙ্গে গোপন প্রেমে শুভমান গিল?

শচিন টেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকর কি শুভমান গিলের প্রেমে মজেছেন? সারা টেন্ডুলকারের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে গুঞ্জন তুঙ্গে। মুহূর্তে যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। একইসঙ্গে প্রশ্ন উসকে দিয়েছেন শচিন কন্যা। শুভমান গিলের সঙ্গে সারা টেন্ডুলকারের নাম জড়িয়েছে! এতো সহজে ধোঁয়াশা কাটছে না।

কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ে সময় শুভমান গিলের একটি বল বাঁচানোর ছবি পোস্ট করেছেন সারা। সঙ্গে দিয়েছেন লাভ ইমোজি। যা নিয়ে গুঞ্জন ডানা মেলেছে। সারা এবং শুভমানের মধ্যে কিছু না কিছু একটা চলছে এমন মন্তব্য অনেকের।

প্রসঙ্গত গতবছর সারার একটি পোস্ট নিয়ে শুভমানকে রসিকতা করেছিলেন হার্দিক পান্ডিয়া। বর্তমানে সারা লন্ডন বিশ্ববিদ্যালয়ে চিকিৎশাস্ত্রে পড়ছেন। যদিও শুভমান-সারা এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলেননি কেউই। তবে আইপিএল মৌসুমে সেই গুঞ্জন উসকে দিলেন সারা।

মন্তব্যসাতদিনের সেরা