kalerkantho

শুক্রবার । ৭ কার্তিক ১৪২৭। ২৩ অক্টোবর ২০২০। ৫ রবিউল আউয়াল ১৪৪২

এবারও পাঁচ বদলির নিয়ম বহাল রাখছে উয়েফা

অনলাইন ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৩৯ | পড়া যাবে ১ মিনিটেএবারও পাঁচ বদলির নিয়ম বহাল রাখছে উয়েফা

এবারের মৌসুমেও তিনজনের পরিবর্তে পাঁচজন খেলোয়াড় বদলির নিয়ম বহাল রাখছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থ উয়েফা। উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিন এই তথ্য নিশ্চিত করেছেন।

এক সংবাদ সম্মেলনে সেফেরিন জানিয়েছেন, এই নিয়ম চ্যাম্পিয়ন্স রিগ ও ইউরোপা লিগসহ নেশন্স লিগ ও ইউরো ২০২০-এর প্লে-অফ ম্যাচগুলোতে অনুসরণ করা হবে। গত বছর করোনাভাইরাস মাহামারী কাটিয়ে ম্যাচ পুনরায় মাঠে গড়ানোর পর খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ কমাতে বদলী খেলোয়াড়ের এই নতুন নিয়ম চালু করা হয়েছিল।

সেফেরিন আরো জানিয়েছেন ২০২০-২১ নেশন্স লিগের ফাইনাল আগামী বছর অক্টোবরে অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ড, ইতালি ও পর্তুগাল এই ফাইনাল ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।

মন্তব্যসাতদিনের সেরা