kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

বর্ণবাদ বিরোধী আন্দোলন নিয়ে যা বললেন পন্টিং

অনলাইন ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৪২ | পড়া যাবে ২ মিনিটেবর্ণবাদ বিরোধী আন্দোলন নিয়ে যা বললেন পন্টিং

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ বাস্কেবল খেলোয়াড় জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বিশ্বজুড়ে চলছে বর্ণবাদবিরোধী আন্দোলন। ক্রিকেট মাঠে দেখা গেছে, হাঁটু গেড়ে বসে এই অন্যায়ের প্রতিবাদ করছেন সবাই। তবে সদ্য শেষ হওয়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে কৃষ্ণাঙ্গ বিপ্লবকে সমর্থন না করার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। অন্যান্য দলের মতো হাঁটু মুড়ে বসে এই আন্দোলনের প্রতি সমর্থন জানাতে দেখা যায়নি। যে কারণে সমালোচনা শুরু হয়েছিল।

অজি ক্রিকেটাররা মাঠে প্রতিবাদ না করায় যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস কিংবদন্তি মাইকেল হোল্ডিং। হাঁটু মুড়ে বসে প্রতিবাদ না করার কারণ হিসেবে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছিলেন, 'এই মুহূর্তে বিশ্ব সমাজের কাছে এটা একটা বিরাট ইস্যু। ক্রিকেটার হিসেবে আমাদের প্রত্যেককে এর পাশে দাঁড়াতে হবে। এর সঙ্গে থাকতে হবে। সোজা কথা বলতে, এটা নিয়ে আমাদের কথা চালিয়ে যেতেই হবে। কিন্তু সবার আগে মানুষকে এই বিপ্লবের গুরুত্ব বোঝাতে হবে। সঠিক শিক্ষা দিতে হবে।'

ফিঞ্চের এই বক্তব্য নিয়ে অনেকেই তীব্র সমালোচনা করেছেন। এবার তার পাশে দাঁড়িয়ে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, 'আমার মনে হয় ফিঞ্চ এটা বলার চেষ্টা করেছিল যে, এই বিষয়টা নিয়ে মানুষকে সবার আগে শিক্ষিত করা উচিত। তারপর প্রতিবাদের পথে হাঁটা দরকার। তবে একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে, এটা শুধুমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেট দল নয়। এটার সঙ্গে জড়িয়ে আছে পুরো অস্ট্রেলিয়া ক্রিকেট। আরও ভালো করে বলতে গেলে পুরো ক্রীড়া দুনিয়া।'

মন্তব্যসাতদিনের সেরা