kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

মউ চুক্তি স্বাক্ষর : আগামী আইপিএলও আমিরাতে?

অনলাইন ডেস্ক   

২০ সেপ্টেম্বর, ২০২০ ১৬:২২ | পড়া যাবে ২ মিনিটেমউ চুক্তি স্বাক্ষর : আগামী আইপিএলও আমিরাতে?

করোনা মহামারির মাঝেই গতকাল শনিবার থেকে শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।  ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় টুর্নামেন্টটি দেশে আয়োজন করতে পারেনি বিসিসিআই। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগকে বাঁচাতে সৌরভ গাঙ্গুলীর বোর্ড বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাই এবার দেশের আইপিএল আমিরাতে আয়োজনেও কোনো কমতি রাখেনি এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০২০ সালের আইপিএল শুরুর দিনেই দুই বোর্ডের মাঝে ঐতিহাসিক 'মউ' চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত আর আমিরাতের ক্রিকেটীয় সম্পর্ক দৃঢ় করতে এবং ক্রিকেটের সার্বিক উন্নয়নের কথা ভেবেই দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান বিসিসিআইয়ের সচিব জয় শাহ। উপস্থিত ছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীসহ একাধিক বিসিসিআই কর্মকর্তা। ছিলেন এমিরেটস ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি।

যদি আগামী বছরেও দেশে করোনা পরিস্থিতি উন্নতি না হয়, সে ক্ষেত্রে এপ্রিল-মে মাসে আবারও দুবাইয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে। দুই দেশের মধ্যে 'মউ' চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বিষয়টি জোরালো হচ্ছে। কারণ ছয় মাস পরেই আইপিএল। ভারতে যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমিরাতকেই ২০২১ সালের আইপিএলের ভেন্যু হিসেবে বেছে নিতে পারে বিসিসিআই। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হোম সিরিজেরও আয়োজন করা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

মন্তব্যসাতদিনের সেরা