kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

এবার দেখা যাবে না আইপিএলের 'প্রিয়মুখ'

অনলাইন ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪০ | পড়া যাবে ২ মিনিটেএবার দেখা যাবে না আইপিএলের 'প্রিয়মুখ'

আর কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে করোনাকালের আইপিএল। এর আগেই জানা গিয়েছিল, তারকা সঞ্চালক মায়ান্তি ল্যাঙ্গার আইপিএলে থাকছেন না। এবার জানা গেল এর পেছনের কারণ। স্টুয়ার্ট বিনির ঘরণী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সেই কারণেই আইপিএলে পরিচিত ভঙ্গিতে তাকে আর ম্যাচ সঞ্চালনা করতে দেখা যাবে না। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস একদিন আগেই বিষয়টি নিশ্চিত করেছে। তারপর মায়ান্তি জানিয়ে দেন, কেন দর্শকরা তাকে এবার দেখতে পাবেন না।

পুত্র সন্তানের মা হওয়ার খবর দিয়ে মায়ান্তি নিজের টুইটারে লেখেন, 'আইপিএলের দর্শক হতে যাচ্ছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন। অনেকে অনুমানও করছেন। শেষ পাঁচ বছরে স্টার স্পোর্টসে আমার পরিবার সবচেয়ে হাই প্রোফাইল টুর্নামেন্ট হোস্ট করার সুযোগ দিয়ে আমাকে ধন্য করেছে। সবচেয়ে প্রয়োজনের মুহূর্তেও তারা আমাকে সমর্থন করেছে। যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম, আমার সুবিধা অনুযায়ী শো সঞ্চালনা করার সুযোগ দিয়েছে। ছয় সপ্তাহ আগে স্টুয়ার্ট আর আমার পুত্র সন্তান হয়েছে। জীবন অনেক সুন্দর।'

এর আগে একজন সমর্থকের প্রশ্নের উত্তরে স্টার স্পোর্টস জানিয়ে দেয় মায়ান্তি ল্যাঙ্গার আইপিএলে থাকছেন না। সেই সঙ্গে বিকল্প সঞ্চালকদের নামও জানিয়ে দেয়। স্টার স্পোর্টসের পক্ষ থেকে এবার সঞ্চালনার দায়িত্বে আনা হচ্ছে ফক্স স্পোর্টসের সঞ্চালক নাওমি মিডোসকে। বিশ্বের ক্রীড়া অনুষ্ঠান সঞ্চালনায় অন্যতম সেরা ধরা হয় নাওমিকে। তিনিই এবার আইপিএলে মায়ান্তির বিকল্প হচ্ছেন।বাকি সঞ্চালকরা হলেন সুরেন সুন্দরম, কিরা নারায়ণন, নাসপ্রীত কৌর, তানিয়া পুরোহিত, ধীরজ জুনেজা।

মন্তব্যসাতদিনের সেরা