kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

পিএসজির প্রতিপক্ষ শিবিরে করোনার হানা

অনলাইন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ২০:০৩ | পড়া যাবে ১ মিনিটেপিএসজির প্রতিপক্ষ শিবিরে করোনার হানা

সপ্তাহের শেষ ভাগে চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) আতিথেয়তা দেয়ার কথা থাকলেও এর আগেই করোনা থাবা বসিয়েছে নিস শিবিরে। তাদের ড্যানিশ ফরোয়ার্ড ক্যাসপার ডলবার্গ সহ তিনজন ফুটবলার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত বলে বৃহস্পতিবার এএফপিকে একটি সুত্র জানিয়েছে।

২২ বছর বয়সি সাবেক আয়াক্স স্ট্রাইকার ছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন সতীর্থ ফরাসি উইঙ্গার অ্যালেক্সিস ক্লদ-মরিস ও ডিফেন্ডার স্ট্যানলি এনকোসি। তবে এই বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্লাবটি। তারা বলেছে ম্যাচ পুর্ব সংবাদ সম্মেলনে কথা বলবেন কোচ প্যাট্রিক ভিয়েরা। ফ্রান্সের প্রটোকল অনুযায়ী কোন ক্লাবে চার বা ততোধিক করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটলে তাদের খেলা স্থগিত হবে।

উল্লেখ্য, মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান সুপাস্টার নেইমার। তিনি অবশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন। নেইমারের অভিযোগ নিয়ে এখনও তদন্ত চলছে।

মন্তব্যসাতদিনের সেরা