kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

সেনাসদস্য হয়েও চীনা কম্পানির সঙ্গে চুক্তি ; ধোনিকে ঘিরে বিতর্ক

অনলাইন ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১৮:১৪ | পড়া যাবে ২ মিনিটেসেনাসদস্য হয়েও চীনা কম্পানির সঙ্গে চুক্তি ; ধোনিকে ঘিরে বিতর্ক

সীমান্ত সংঘর্ষের কারণে ভারতজুড়ে গত কয়েকমাস ধরেই চীনবিরোধী আবহ চলছে। এই কারণেই এক বছরের জন্য আইপিএলের স্পনসর থেকে সরে গেছেচীনা মোবাইল কম্পানি ভিভো। আর এই পরিস্থিতিতেই আর এক চীনা মোবাইল কম্পানি 'ওপো'র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক এবং আইপিএল দল চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। 

আগামীকাল শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে টস করতে যাবেন ধোনি। তার ঠিক আগে চীনা মোবাইল কম্পানির সঙ্গে তার চুক্তি জন্ম দিয়েছে বিতর্কের। সোশ্যাল মিডিয়ায় 'ওপো'র 'বি দ্য ইনফাইনাইট' নামের এক বিজ্ঞাপনে দেখা গেছে ধোনিকে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, 'ক্রিকেট মাঠে যাকে আপনারা মিস করেন, সেই এমএস ধোনি সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উদ্দীপ্ত করতে এসেছেন।'

ধোনি এই ব্যাপারে বলেছেন, 'মানুষকে উদ্দীপ্ত করার এই প্রকল্পে থাকতে পেরে রোমাঞ্চিত। ওপোর সঙ্গে যুক্ত হওয়া আনন্দের ব্যাপার।' কিন্তু ধোনির এই চুক্তি অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়ে উঠছে। তাছাড়া ধোনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেও যুক্ত। তাই চীন সীমান্ত থেকে যখন মাঝে মাঝেই সেনা সংঘর্ষের খবর আসছে, তখন ধোনির এই চুক্তি মানতে পারছেন না অনেকে। একজন টুইট করেছেন, 'এই খবর বিশ্বাসই করতে পারছি না।' একজন টুইট করেছেন, 'ধোনির থেকে আর কী আশা করা যায়? লজ্জা!'

মন্তব্যসাতদিনের সেরা