kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

বাংলাদেশের সাবেক কোচের সঙ্গে চুক্তি বাড়াল নিউজিল্যন্ড

অনলাইন ডেস্ক   

১৭ সেপ্টেম্বর, ২০২০ ২১:৫৮ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের সাবেক কোচের সঙ্গে চুক্তি বাড়াল নিউজিল্যন্ড

বোলিং কোচ শেন জার্গেনসেনের সাথে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নতুন চুক্তিতে ২০২২ সালের শেষ অবধি কিউইদের বোলিং কোচ হিসেবে থাকবেন তিনি। ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সাবেক এই কোচ।

২০১১ সালের অক্টোবরে বাংলাদেশের বোলিং কোচ হন জার্গেনসেন। ২০১২ সালে স্টুয়ার্ট ল বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে গেলে তিনি অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত হন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে তিনি রংপুরের কোচিং করিয়েছেন। সেবার তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে রংপুর।

বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে শুরুটা দারুণ হয়েছিল জার্গেনসনের। তার প্রথম অ্যাসাইনমেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে। ২০১৩ সালে পুরোপুরিভাবে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পান জার্গেনসেন। ২০১৪ সালের এপ্রিলে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা