kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

দ্রুততম ৩ হাজারের রেকর্ড ম্যাক্সওয়েলের

অনলাইন ডেস্ক   

১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৩৬ | পড়া যাবে ১ মিনিটেদ্রুততম ৩ হাজারের রেকর্ড ম্যাক্সওয়েলের

বুধবার রাতে রুদ্ররূপে দেখা দিয়েছিলেন ম্যাক্সওয়েল। ছবি : এএফপি

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম তিন হাজার রান করার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। গত বুধবার রাতে ম্যানচেষ্টারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তিনি ১০৮ রানের ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন। এই ইনিংস দিয়েই ওয়ানডে ক্যারিয়ারে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ম্যাক্সওয়েল।

ওয়ানডে ক্যারিয়ারে ৩ হাজার রান করতে  ম্যাক্সওয়েল খেলেছেন ২৪৪০টি বল। ফলে ভেঙ্গে যায় ইংল্যান্ডের জশ বাটলারের রেকর্ডটি। ২৫৩২ বল খেলে ৩ হাজার রান করেছিলেন বাটলার। অর্থাৎ বাটলারের চেয়ে ৯২ বল কম খেলেছেন ম্যাক্সওয়েল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১৫৭ জন ব্যাটসম্যান ৩ হাজার রান করেছেন। এদের মাত্র ছয়জন ১০০-এর বেশি স্ট্রাইক রেটে ৩ হাজার রান করেন। ম্যাক্সওয়েল ও বাটলারের পরপর এ তালিকায় আছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো-জেসন রয় ও ভারতের কপিল দেব।

মন্তব্যসাতদিনের সেরা