kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

করুনের করোনা জয়

অনলাইন ডেস্ক   

১৩ আগস্ট, ২০২০ ২১:৫৭ | পড়া যাবে ১ মিনিটেকরুনের করোনা জয়

ভারতের প্রথম সারির ক্রিকেটারদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্যাটসম্যান করুন নায়ার। তবে ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান করোনার বিপক্ষে লড়াইয়ে জয়ী হয়েছেন। গত ৮ আগস্ট করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ হন করুন নায়ার। এরপর দুই সপ্তাহ সেলফ আইসোলেশনে ছিলেন। এখন তিনি পুরোপুরি সুস্থ।

আসন্ন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের দলে আছেন করুন নায়ার। দলের সাথে সংযুক্ত আরব আমিরাতের যাবার আগে নিয়ম অনুসারে, আরও তিনবার করোনা পরীক্ষা হবে করুন নায়ারের। পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তিনি দলের সঙ্গে বিমানে চড়তে পারবেন।

ভারতের হয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে ট্রিপল সেঞ্চুরি করে আলোচনায় আসেন করুন নায়ার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে চেন্নাইয়ে খেলেন অপরাজিত ৩০৩ রানের নজরকাড়া ইনিংস। কিন্তু সেটাই শেষ। পরের চার ইনিংসে ৫৪ রান করে তিনি দল থেকে ছিটকে পড়েন। আর কখনই দলে সুযোগ পাননি ২০১৬ সালে ২টি ওয়ানডে খেলা ২৮ বছর বয়সী করুন নায়ার।

মন্তব্যসাতদিনের সেরা