kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

'দলে জায়গা থাকতেও আমাকে নেওয়া হয়নি'

অনলাইন ডেস্ক   

১১ আগস্ট, ২০২০ ১৯:০৯ | পড়া যাবে ১ মিনিটে'দলে জায়গা থাকতেও আমাকে নেওয়া হয়নি'

সম্ভাবনা থাকলেও ভারতের জাতীয় দলে খুব বেশি খেলা হয়নি মনোজ তিওয়ারির। সম্প্রতি তিনি নির্বাচকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর দাবি, দলে জায়গা থাকলেও তাঁকে নেওয়া হয়নি। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি করার পরে টানা ১১ ম্যাচ বসে থাকতে হয়েছিল। 

এক ফেসবুক লাইভে এসে এই সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, 'ভারত যখন অস্ট্রেলিয়া সফরে যায়, সেই সময় মিডল অর্ডারের অধিকাংশ ব্যাটসম্যানই রান করতে পারছিল না। মিডল অর্ডারে খেলার জন্য অনেক জায়গা ছিল। সেই সময় অন্যদের মতো কিন্তু আমাকে পরখ করে দেখা হয়নি।'

এসব কারণেই হয়তো জাতীয় দলে সুযোগ পেলেও মনোজ বেশিদিন জায়গা ধরে রাখতে পারেননি। ১২টি ওয়ানডে খেলে ২৬ এর সামান্য বেশি গড়ে ২৮৭ রান করেছেন এই বাঙালি ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ১টি করে সেঞ্চুরি আর হাফসেঞ্চুরি আছে তাঁর। মনোজ জাতীয় দলে নিয়মিত সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে কিন্তু প্রতিষ্ঠিত তারকা। রান করেছেন ৯০০০-এর বেশি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর নামের পাশে একটি ট্রিপল সেঞ্চুরিও আছে।

মন্তব্যসাতদিনের সেরা