kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

ব্যাগ গোছানো বেশি রোমাঞ্চকর ছিল : সৌম্য

অনলাইন ডেস্ক   

১১ আগস্ট, ২০২০ ১৫:৪১ | পড়া যাবে ২ মিনিটেব্যাগ গোছানো বেশি রোমাঞ্চকর ছিল : সৌম্য

করোনা আতঙ্ক দূরে রেখে অবশেষে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল সৌম্য সরকারকে। সাড়ে চার মাস পর শের-ই-বাংলার ইনডোরে তিনি ব্যাটিং প্র্যাকটিস করেছেন। সোশ্যাল সাইটে সেইসব ছবি পোস্ট করে নিজের খুশির কথাও জানিয়েছেন। লম্বা বিরতির পর অনুশীলনে ফেরার চেয়ে সৌম্য সরকারের কাছে বেশি রোমাঞ্চকর মনে হয়েছে আগের দিন প্রস্তুতি হিসেবে ক্রিকেট সরঞ্জামাদির ব্যাগ গোছানো।

সাংবাদিকদের সৌম্য বলেন, 'অনুশীলনের চেয়ে রোমাঞ্চকর ছিল আগের দিন ব্যাগ গোছানো। কত দিন পর নিজের কাজটা করতে পারছি-এই অনুভূতি অন্য রকম। এখনো খেলা শুরু হয়নি। চেষ্টা করব যেখানে থেমেছি, সেখান থেকেই শুরু করতে। নতুন শুরুটা ভালো হোক, এটাই আশা।'

করোনার কারণে গত মার্চ থেকে সব ধরনের খেলা বন্ধ হয়ে আছে। এতে যেমন পুরো ক্রিকেটাঙ্গনের ক্ষতি হয়েছে, তেমনি ক্রিকেটারদের ফিটনেসেও ঘাটতি পড়ে গেছে। তাই বিষয়টা নিয়ে খুব হতাশ সৌম্য, 'মাঠের মানুষ মাঠে না থাকতে পারলে কীভাবে ভালো লাগে! একজন সাংবাদিক যদি সংবাদ লিখতে না পারেন, তার কেমন লাগবে? যার যেটা কাজ, সেটা করতে না পারলে ভালো লাগবে না। বসে থাকা আমার জন্য খুবই কষ্টদায়ক অভিজ্ঞতা। বিরতির আগে খুব ভালো ছন্দেও ছিলাম।'

মন্তব্যসাতদিনের সেরা