kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

ধোনিকে 'বিমার' মেরে ক্ষমা চেয়েছিলাম : শোয়েব

অনলাইন ডেস্ক   

৯ আগস্ট, ২০২০ ১৫:৫৮ | পড়া যাবে ২ মিনিটেধোনিকে 'বিমার' মেরে ক্ষমা চেয়েছিলাম : শোয়েব

এমনিতেই ভয়ংকর গতির বোলিংয়ে ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিতেন শোয়েব আখতার; আর মেজাজ খারাপ হলে তো কথাই নেই। শুরু করতেন বডি লাইন বোলিং। ১৪ বছর আগে এক টেস্টে তরুণ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে পেরে উঠছিলেন না তিনি। শোয়েবের আগুনে গোলার বিপক্ষে আরো দুর্দান্ত ব্যাটিং করছিলেন ভারতীয় এই কিপার-ব্যাটসম্যান। হতাশায় শেষ পর্যন্ত ইচ্ছা করে বিমার ছুঁড়ে বসেন শোয়েব! ২০০৬ সালের জানুয়ারিতে ফয়সালাবাদ টেস্টে তিনি এই কাণ্ড করেন।

সেটাই ছিল ধোনির প্রথম পাকিস্তান সফর। এর মাত্র এক মাস আগে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। শোয়েব বলেছেন, '১৯৯৭ সাল থেকে আমার হাঁটু অকেজো হয়ে গিয়েছিল। নিয়মিত ইনজেকশন নিতাম। মনে আছে, যখন ভারত পাকিস্তানে এসেছিল আমার সামনের পায়ের ফিবুলা ভাঙা ছিল। এম এস ধোনি ফয়সালাবাদে সেঞ্চুরি করেছিল (১৪৮)। আমি ৮-৯ ওভারের একটি স্পেল করেছিলাম। আমি মোটামুটি ভালো গতিতেই বোলিং করছিলাম। কিন্তু ধোনি সেঞ্চুরি করেছিল। আমি ইচ্ছা করেই তাকে একটি বিমার মেরে দিই। অবশ্য এ জন্য পরে ক্ষমা চেয়েছিলাম।'

'ক্যাপ্টেন কুল' খ্যাত ধোনির বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে পাঁচবার মুখোমুখি হয়েছিলেন শোয়েব। আউট করতে পেরেছেন মাত্র একবার। শোয়েবকে খুব ভালো খেলতেন ধোনি। ১৪ বছর আগের সেই ঘটনার জন্য অনুতপ্ত হয়েছিলেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস', 'ইচ্ছা করে বিমার মারা আমার জীবনে সেটাই প্রথম ছিল। অমনটা করা আমার উচিত হয়নি। অনেক অনুতপ্ত ছিলাম। সে খুবই ভালো খেলছিল এবং উইকেটটি ছিল মন্থর। আর আমি যত জোরেই বল করছিলাম, সে ততই হিংস্রভাবে মারছিল। মনে হয়, আমি হতাশ হয়ে পড়েছিলাম।'

মন্তব্যসাতদিনের সেরা