kalerkantho

বুধবার । ১৫ আশ্বিন ১৪২৭ । ৩০ সেপ্টেম্বর ২০২০। ১২ সফর ১৪৪২

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলে নতুন মুখ

অনলাইন ডেস্ক   

৯ আগস্ট, ২০২০ ১৫:১২ | পড়া যাবে ১ মিনিটেদ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলে নতুন মুখ

ম্যানচেস্টার টেস্টে চার দিনেই ৩ উইকেটের জয় তুলে নিয়েছে জো রুটের দল। বাটলার-ওকসের দৃঢ়তায় গতকাল শনিবার শেষ বেলায় ২৭৭ রানের লক্ষ্য ছুঁয়ে তিন ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। পাকিস্তানের বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন পেসার ওলি রবিনসন।

বব উইলস ট্রফিতে ক্যান্টবুরিতে কেন্টের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলা এই পেসারকে ইতোমধ্যে দল থেকে সরিয়ে নেয়া হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন রবিনসন। হ্যাম্পশায়ারের এজাস বোলের হেডকোয়ার্টারে জৈব-সুরক্ষা পরিবেশের মধ্যে থাকা টেস্ট দলের সাথে আগামী সোমবার যোগ দেবেন রবিনসন।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলে ছিলেন রবিনসন। ওই সিরিজের পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতে নেয় ইংলিশরা। কাউন্টিতে হ্যাম্পশায়ারের বিপক্ষে প্রথম রাউন্ডের দুই ইনিংসে ৬৫ রানে ৮ উইকেট শিকার করেন ২৬ বছর বয়সী ডান-হাতি পেসার রবিনসন।

মন্তব্যসাতদিনের সেরা