kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

কোহলি খেললে প্রশংসা হতো; বাবর বলেই হচ্ছে না!

অনলাইন ডেস্ক   

৬ আগস্ট, ২০২০ ১৫:৪৫ | পড়া যাবে ২ মিনিটেকোহলি খেললে প্রশংসা হতো; বাবর বলেই হচ্ছে না!

বুধবার বাবর আজমের মনোমুগ্ধকর ব্যাটিং দেখেছে ওল্ড ট্রাফোর্ড। ছবি : এএফপি

পাকিস্তানের এই মুহূর্তের সেরা ব্যাটসম্যানটির নাম বাবর আজম। তাকে অনেকেই বিরাট কোহলির সঙ্গে তুলনা করে থাকে। গতকাল বুধবার ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাবর আজম যখন ব্যাট হাতে নামছেন, তখন পাকিস্তানের রান ২ উইকেটে ৪৩। সেই জায়গা থেকে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে পাকিস্তান করেছে ২ উইকেটে ১৩৯ রান। জোফ্রা আর্চার, ক্রিস ব্রড, জিমি অ্যান্ডারসনদের সামলে বাবর আজম অপরাজিত আছেন ৬৯ রানে।

বাবর আজমের ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন। ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্টে তিনি ধারাভাষ্যকারও হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের বিপদের সময় বাবর আজমের লড়াকু ইনিংস দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেছেন, 'বাবর যে ইনিংসটা খেলেছে, সেটা যদি কোহালি খেলত, তাহলে সবাই কোহলির প্রশংসায় মেতে উঠতেন। বাবর আজমের প্রশংসা করতেই আমাদের যেন কত অনীহা।'

অনেকেই বলে থাকেন যে, বাবর আজম কোহালির মতোই মাস্টার ক্লাস ব্যাটসম্যান। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক সেই সুরেই বলছেন,  'বাবর আজমের বয়স কম। ওর খেলার মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে।' ক্রিকেট বিশেষজ্ঞরা বলে থাকেন, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট আর স্টিভ স্মিথকে নিয়ে ফ্যান্টাস্টিক ফোর। নাসের হুসেন বলেছেন, 'সবাই বলে ফ্যান্টাস্টিক ফোরের কথা। কিন্তু আমার মতে এটা হওয়া উচিত ফ্যান্টাস্টিক ফাইভ। বাবরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হোক।'

মন্তব্যসাতদিনের সেরা