দীর্ঘদিন ধরে ভারতীয় বোর্ডের ধারাভাষ্যকার প্যানেলে ছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। তবে গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে তাকে বাদ দেওয়া হয় প্যানেল থেকে। এবার করোনা কাল শেষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল।এই টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ার সুযোগ ফেরত পেতে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন এই সাবেক ব্যাটসম্যান।
মাঞ্জরেকার তার আবেদনে লিখেছেন, 'আইপিএলের তারিখ ঘোষণা করা হয়েছে, শিগগিরই ধারাভাষ্যকার প্যানেল বাছাই করবে বিসিসিআই। আমি খুশি মনেই আপনাদের নির্দেশনা মেনে কাজ করতে চাই। দিনশেষে আমরা কাজ করছি তো আপনাদের প্রযোজনাতেই। সবশেষবার হয়তো এই ব্যাপারটি পরিষ্কার ছিল না। ধন্যবাদ।'
মার্চে মাঞ্জেরকারকে বাদ দেওয়ার সময় কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হয় যে, গত বছর বিশ্বকাপের সময় রবীন্দ্র জাদেজাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ভারতীয় ক্রিকেটারদের অভিযোগে বিসিসিআই এই পদক্ষেপ নেয়। গত বছর বাংলাদেশের বিপক্ষে ভারতের দিবা-রাত্রির টেস্টে আরেক ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে ঝগড়া বাঁধিয়েও আলোচনায় আসেন মাঞ্জরেকার।
মন্তব্য