kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

ইমরান-বোথাম-হ্যাডলিকে যোগ করলেও কপিলের সমান হয় না

অনলাইন ডেস্ক   

৩১ জুলাই, ২০২০ ১৭:৩৩ | পড়া যাবে ২ মিনিটেইমরান-বোথাম-হ্যাডলিকে যোগ করলেও কপিলের সমান হয় না

ক্রিকেট ইতিহাসের কিংবদন্তিতূল্য অল-রাউন্ডার হলেন ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি, ইমরান খান এবং কপিল দেব। এই চার জনের মধ্যে কে সেরা অল-রাউন্ডার, তা নিয়ে ক্রিকেটাঙ্গনে অনেক বছর ধরেই বিতর্ক চলে আসছে। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নিজেই দাবি করেছেন যে, ইমরান-বোথাম-হ্যাডলিকে যোগ করলে যা হবে, তার চেয়েও বড় অল-রাউন্ডার ছিলেন তিনি।

ভারতের নারী ক্রিকেট দলের কোচ ডব্লিউ ভি রামনের সঙ্গে আলাপচারিতায় কপিল বলেছেন, 'আমি অবশ্যই নিজেকে গ্রেটেস্ট অল-রাউন্ডার বলে দাবি করছি না। তবে সেই তিন জনকে সম্মিলিত করলে যা হবে তার চেয়ে ভালো অ্যাথল্যাট ছিলাম।' এই চার জনের মধ্যে বোলার হিসেবে কে সেরা ছিলেন? কপিলের উত্তর, 'সেরা বোলিং ছিল রিচার্ড হ্যাডলির। আমাদের চার জনের মধ্যে সে ছিল কম্পিউটারের মতো।'

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানকে নিয়ে কপিল বলেছেন, 'এটা বলব না যে ইমরান খান সেরা ছিল বা তার প্রতিভা সহজাত ছিল। তবে আমার দেখা কঠোর পরিশ্রমী ক্রিকেটারের নাম ইমরান খান। যখন শুরু করেছিল, তখন তাকে একজন সাদামাটা বোলারের মতোই মনে হতো। এরপর প্রচণ্ড পরিশ্রম করে সে নিজেকে বদলে ফেলে। ভয়ংকর ফাস্ট বোলার হয়ে ওঠার পর সে ব্যাটিং নিয়েও খাটাখাটনি করেছিল।'

ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার ইয়ান বোথামকে 'সত্যিকারের অল-রাউন্ডার' হিসেবে চিহ্নিত করেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি বলেছেন, 'সে ছিল সত্যিকারের অল-রাউন্ডার। মনের মতো পরিবেশে সে একাই ম্যাচ জিতিয়ে দিত। তবে হ্যাডলিকে আবার সেরা ব্যাটসম্যান বলতে পারছি না। ইয়ান বোথাম কিন্তু ব্যাটিং-বোলিং দুই ভাবেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারত। ইমরানও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারত। তবে অধিনায়ক হিসেবে সে আরও বেশি ভালো ছিল।'

পরিসংখ্যান অনুসারে, কপিল ১৩১ টেস্ট এবং ২২৫ ওয়ানডে ম্যাচে যথাক্রমে ৪৩৪ সে ২৫৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৫২৪৮ এবং ৩৭৮৩ রান করেছিলেন। বোথাম ১০২ টেস্ট এবং ১১৬ ওয়ানডে ম্যাচে যথাক্রমে ৩৮৩ সে ১৪৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৫২০০ সে ২১১৩ রান করেন। হ্যাডলি ৮৬ টেস্ট সে ১১৫ ওয়ানডে ম্যাচে যথাক্রমে ৪৩১ সে ১৫৮ উইকেট নেওয়ার পাশাপাশি ৩১২৪ সে ১৭৫১ রান করেন। ইমরান খান ৮৮ টেস্টে ৩৬২ উইকেট আর ৩৮০৭ রান, ১৭৫ ওয়ানডে ম্যাচে ১৮২ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭০৯ রান করেছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা