kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

নতুন করে করোনার সংক্রমণ : ভিয়েতনামে ফের বন্ধ ফুটবল

অনলাইন ডেস্ক   

২৭ জুলাই, ২০২০ ১৫:২১ | পড়া যাবে ২ মিনিটেনতুন করে করোনার সংক্রমণ : ভিয়েতনামে ফের বন্ধ ফুটবল

নতুন আদেশ না দেয়া পর্যন্ত ঘরোয়া ফুটবল লিগ বন্ধের ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। প্রায় ১০০ দিন পর স্থানীয়ভাবে করোনাভাইরাস ছড়ানোর খবরে এই উদ্যোগ নিয়েছে দেশটি। প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে স্থানীয় ভাবে করোনায় আক্রান্তের কোন ঘটনা ঘটেনি। নতুন করে ডেনেজ শহরের ৫৭ বছর বয়সি অবসরপ্রাপ্ত এক ভিয়েতনামীর দেহে করোনার সংক্রমন পাওয়া গেছে।

কর্তৃপক্ষ রবিবার ঘোষণা দিয়েছে যে ডেনেজে তারা তিনজনের দেহে সংক্রমন খুঁজে পেয়েছে। এই ঘটনায় সব ধরনের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে ভিয়েতনাম প্রফেশনাল ফুটবল (ভিপিএফ)। ২৯ জুলাই থেকে দেশটির শীর্ষ টুর্নামেন্ট ভেগু ও প্রথম বিভাগের নতুন রাউন্ডের খেলা শুরুর কথা ছিল। এক বিবৃতিতে আয়োজকরা জানায়, 'খেলোয়াড়দের সুরক্ষার স্বার্থে' পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।' তবে নতুন করে খেলা কখন থেকে শুরু হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর নিজস্ব পদ্ধতিতে সেটিকে নিয়ন্ত্রণ করেছে ভিয়েতনাম। এ পর্যন্ত দেশটিতে মাত্র ৪২০জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। মারা যায়নি কেউ। অথচ এই ভাইরাসের উৎপত্তিস্থল চীনের সঙ্গে রয়েছে দেশটির দীর্ঘ সীমান্ত। প্রতিবেশি দেশ চীনে করোনা প্রাদুর্ভাবের শুরুতেই কম্যুনিস্ট শাসিত দেশটি দ্রুত লকডাউনে চলে যায়। সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোয়ান্টোইনের পাশাপাশি চালু করা হয়েছে কন্ট্রাক ট্রেসিং সিস্টেম।

মন্তব্যসাতদিনের সেরা