kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত; তবে...

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০২০ ১৮:৪৭ | পড়া যাবে ২ মিনিটেভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত; তবে...

আগামী ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে কোয়ারেন্টাইনের সময় সীমা সংক্ষিপ্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবর্ন বাদে সকল জায়গাতেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে তা আবারো বেড়েছে।

ভারতের টিভি চ্যানেল টুডেকে আজ গাঙ্গুলী বলেন, 'হ্যাঁ, আমরা ঐ সফরটি নিশ্চিত করেছি। ডিসেম্বরে আমরা সফর করব। আমরা আশা করছি, কোয়ারেন্টাইনের সময় সীমা কমানো হবে। কারণ আমরা চাই না, খেলোয়াড়রা এতদূর গিয়ে হোটেলে দুই সপ্তাহ বসে থাকুক। এটি খুবই হতাশাজনক ও হতাশাব্যঞ্জক হবে।'

তিনি আর বলেন, 'আমি বলেছিলাম, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভালো অবস্থানে রয়েছে। তাই নিজেদের দৃষ্টিকোণ থেকে, আমরা সেখানে যাব এবং আশা করছি, কোয়ারেন্টাইনের দিন সংখ্যা কমবে এবং আমরা ক্রিকেটে ফিরে যেতে পারব'

আড়াই কোটি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৯,৭৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০৮ জনের। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ দিয়ে দীর্ঘ ১১৬ দিন পর ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে ক্রিকেট। তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রায় এক মাস আগেই ইংল্যান্ডে পৌঁছায় ক্যারিবীয়রা। সেখানে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকে ওয়েস্ট ইন্ডিজ দল।

আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২০১৮-১৯ সালের সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজ বিরাট কোহলিরা ২-১ ব্যবধানে জিতেছিল। গাঙ্গুলী বলেন, 'এটি খুবই কঠিন সিরিজ হতে চলেছে। দুই বছর আগে যা হয়েছে, তা হবে না। অস্ট্রেলিয়ার বর্তমান দলটি খুবই শক্তিশালী, আমাদের দলও বেশ ভালো। আমাদের ব্যাটিং আছে, আমাদের বলিং আছে। আমাদের আরও ভালো ব্যাটিং করা দরকার। আমি বিরাটকেও তাই বলেছি।'

মন্তব্যসাতদিনের সেরা