kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

দ্বিতীয় বিবাহ করলেন মোসাদ্দেক

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০২০ ১৫:১১ | পড়া যাবে ১ মিনিটেদ্বিতীয় বিবাহ করলেন মোসাদ্দেক

করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় দলের তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। স্ত্রীর নাম উম্মে তামান্না। গতকাল শনিবার ময়মনসিংহের কাচিঝুলিতে ঘরোয়াভাবে মোসাদ্দেকের বিয়ের আনুষ্ঠান সম্পন্ন হয়।

২৪ বছর বয়সী এই অল-রাউন্ডার নিজেই সোশ্যাল সাইটে বিয়ের খবরটি জানিয়েছেন।  জীবনের নতুন অধ্যায়ের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, 'জীবনে নতুন সফর শুরু করছি। সবাই দোয়া করবেন।'

এর আগে ২০১২ সালে খালাতো বোন সামিরা শারমিনকে বিয়ে করেছিলেন মোসাদ্দেক। প্রথম সংসার নিয়ে মোসাদ্দেক ও সামিরার পরিবারের মধ্যে বনিবনা হচ্ছিল না। এক পর্যায়ে তাদের সংসারে ভাঙন ধরে। এমনকী মোসাদ্দেক ও তার মা পারুল বেগমের বিরুদ্ধে সামিরা শারমিন  নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবিতে মামলা করেন। এরপর ২০১৮ সালের স্ত্রীকে ডিভোর্স দেন মোসাদ্দেক।

মন্তব্যসাতদিনের সেরা