kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

'এসব নিউজ বিশ্বাস করবেন না', আজ করোনা টেস্ট করাচ্ছেন মাশরাফি

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০২০ ১২:৫৬ | পড়া যাবে ২ মিনিটে'এসব নিউজ বিশ্বাস করবেন না', আজ করোনা টেস্ট করাচ্ছেন মাশরাফি

দ্বিতীয়বার করোনা টেস্টেও পজিটিভ ফল আসে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। আক্রান্তের ২২ দিন পর আজ রবিবার আবারো পরিবারসহ করোনা টেস্ট করাচ্ছেন নড়াইল এক্সপ্রেস। তার স্ত্রী সুমনা হক এবং ছোট ভাই মোরসালিন মুর্তজাকেও ছাড়েনি এই ভাইরাস। এর মাঝে তাদের নিয়ে প্রতিদিনই নানারকম খবর প্রকাশিত হচ্ছে। তাই আবারও সোশ্যাল সাইটে স্ট্যাটাস দিয়ে সবকিছু পরিস্কার করলেন বাংলাদেশের সফলতম এই অধিনায়ক।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ম্যাশ লিখেছেন, 'আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না।'

তিনি লিখেন, 'আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো। ইনশাআল্লাহ আগামীকাল আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবো। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে জানিয়ে দিব। আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।'

এর আগে মাশরাফির করোনা টেস্ট নিয়ে গুজব ওঠে। আক্রান্তের ১৪ দিন পার না হতেই গুজব ছড়ায়, মাশরাফির করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। তখনো এসব খবর ভিত্তিহীন বলে দাবি করেছিলেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা