kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

'মাছির মতো তাড়ানো হয়েছে রাহানেকে!

কালের কণ্ঠ অনলাইন   

১১ জুলাই, ২০২০ ১৭:৫৭ | পড়া যাবে ২ মিনিটে'মাছির মতো তাড়ানো হয়েছে রাহানেকে!

২০১৮ সালের ফেব্রুয়ারির পর থেকে আজিঙ্কা রাহানেকে আর ওয়ানডে খেলতে দেখা যায় না। এই তারকা ব্যাটসম্যনকে যেভাবে ভারতের ওয়ানডে ভাবনা থেকে ছেঁটে ফেলা হয়েছে, সেটা মানতে পারছেন না আকাশ চোপড়া। ভারতের সাবেক এই ওপেনারের মতে, যেভাবে দুধ থেকে মাছি তাড়ানো হয়, ঠিক সেই ভঙ্গিতে ওয়ানডে ফরম্যাট থেকে সরানো হয়েছে রাহানেকে।

ওয়ানডেতে চার নম্বরে নেমে ২৫ ম্যাচে ৩৬.৬৫ গড়ে ৮৪৩ রান করেছেন রাহানে। এই পজিশনে তার গড় ৪৪.৮৫, স্ট্রাইক রেট প্রায় ৯০। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, 'চার নম্বরে রাহানের রেকর্ড ভালো। যদি কেউ ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে, স্ট্রাইক রেটও ৯৪ এর আশেপাশে থাকে, তবে কেন তাকে বেশি সুযোগ দেওয়া হবে না? তাকে যেভাবে দল থেকে বাদ দেওয়া হলো তা যেন দুধের উপর থেকে মাছি তাড়ানোর মতো! আমার মনে হয় ওর প্রতি সুবিচার করা হয়নি।'

তিনি আরও বলেন, 'ভারত যদি ইংল্যান্ডের মতো হতো, যদি প্রতি ম্যাচে ৩৫০ করার কথা ভাবত তাহলে না হয় কথা ছিল। কিন্তু আমরা তো সেভাবে খেলি না। আমরা ট্র্যাডিশনাল অর্থোডক্স ভাবেই ক্রিকেট খেলি। আমরা এখনও ইনিংস গড়ার কথা ভাবি। এমন দল গড়ি যাতে ৩২৫ রানের আশেপাশে রান করা যায়। তাই আজিঙ্কা রাহানে দলে ফিট হতে পারত। আমার মনে হয় ওর প্রতি অবিচার হয়েছে। যখন সে ভালো খেলছিল তখনই দল থেকে বাদ পড়ে। এভাবে কাউকে বাদ দেওয়া উচিত নয়।'

মন্তব্যসাতদিনের সেরা