kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

স্টিভ ওয়াহকে কেন দাড় করিয়ে রাখতেন সৌরভ?

কালের কণ্ঠ অনলাইন   

৯ জুলাই, ২০২০ ১৪:৪১ | পড়া যাবে ২ মিনিটেস্টিভ ওয়াহকে কেন দাড় করিয়ে রাখতেন সৌরভ?

ভারতীয় দলে ভয়ডহীন মনোভাব এনে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার মতো সর্বজয়ী দলকেও তিনি ভয় করতেন না। স্টিভের মতো অধিনায়ককে টসের জন্য দাঁড় করিয়ে রাখতেন। আর রাগে ফেটে পড়তেন স্টিভ। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই দাঁড় করিয়ে রাখার ঘটনা। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে লাইভ চ্যাটিংয়ে এতদিন পর সেই তথ্য জানালেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

মায়াঙ্কা তার কাছে জানতে চান, 'দাদা আমরা শুনেছি টস করতে গিয়ে স্টিভ ওয়াহ তোমার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিল। কেন দেরি হয়েছিল সে দিন?'

জবাবে সৌরভ বলেন, 'আসলে ইচ্ছা করে স্টিভকে অপেক্ষা করাতে চাইনি। মুম্বাইয়ে প্রথম টেস্টে টসের আগে আমি ব্লেজার খুঁজে পাচ্ছিলাম না। খুব স্নায়ুর চাপে ভুগছিলাম। সেই সময়ের অস্ট্রেলিয়ার মতো দুর্ধর্ষ দল আমি দেখিনি। গত ২৫-৩০ বছরে এর চেয়ে ভালো অস্ট্রেলিয়া দল আর নেই। আর অধিনায়ক হিসেবে সেটাই আমার প্রথম বড় সিরিজ ছিল। এতটাই স্নায়ুর চাপে ভুগছিলাম যে, ব্লেজার খুঁজে পাচ্ছিলাম না।'

এই সাধারণ কারণে স্টিভকে দাঁড় করিয়ে রাখলেও পরে এটা সৌরভের রণনীতি হয়ে যায়। সৌরভ বলেন, 'সেদিন লক্ষ্য করেছিলাম যে, আমার এই আচরণে স্টিভ বেশ চটে গিয়েছিল। শুধু স্টিভ নয়, ওদের দলে এর প্রভাব পড়েছিল। প্রভাব পড়ছিল ওদের খেলার ধরনে। পুরো সিরিজে আমাদের উপর রেগে ছিল অস্ট্রেলিয়া। যেটা আমাদের পক্ষে যায় এবাং আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেই। তবে মাঠের বাইরে স্টিভ দারুণ মানুষ এবং আমার ভালো বন্ধু।'

মন্তব্যসাতদিনের সেরা