kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

রুটের ঘরে নতুন অতিথি

কালের কণ্ঠ অনলাইন   

৯ জুলাই, ২০২০ ১৪:০৮ | পড়া যাবে ২ মিনিটেরুটের ঘরে নতুন অতিথি

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট ১১৬ দিন পর শুরু হয়েছে গতকাল। ঐতিহাসিক এই ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনে অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দেশের মাটিতে ক্রিকেটের পুর্নজন্ম হলেও, দলের সাথেই নেই ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জো রুট। তার ঘরে এসেছে নতুন অতিথি।

অনাগত সন্তানের মায়ের পাশে থাকতেই সিরিজের প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন রুট। গতকাল ক্রিকেট ফেরার দিনেই ইংলিশ অধিনায়ক দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। রুটের স্ত্রী ক্যারি কট্রেল এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আলফ্রেড উইলিয়াম নামে রুটের তিন বছরের এক ছেলে আছে।

দল থেকে দূরে থাকলেও জাতীয় দলের সতীর্থদের শুভ-কামনা জানাতে ভুল করেননি রুট। টিভি সেটের সামনে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের তিনি শুভ কামনা জানান। ইনস্টাগ্রামে বড় ছেলে ও সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন। সেই ছবিতে সতীর্থদের উদ্দেশ্যে রুট লিখেছেন, 'গুড লাক বয়েজ। আমরা ম্যাচটা দেখব এবং সব দিক দিয়ে সমর্থন দেব।' বাংলাদেশ সময় বিকেল চারটায় সিরিজের প্রথম শুরুর নির্ধারিত সময় ছিল। কিন্তু বৃষ্টির কারণে প্রায় ৩ ঘন্টার পর শুরু হয় খেলা।

মন্তব্যসাতদিনের সেরা