kalerkantho

বৃহস্পতিবার । ২২ শ্রাবণ ১৪২৭। ৬ আগস্ট  ২০২০। ১৫ জিলহজ ১৪৪১

মাশরাফির পরিবারের পিছু ছাড়ছে না করোনা

কালের কণ্ঠ অনলাইন   

৭ জুলাই, ২০২০ ১৮:৩৪ | পড়া যাবে ১ মিনিটেমাশরাফির পরিবারের পিছু ছাড়ছে না করোনা

জনপ্রিয় ক্রিকেটার তথা নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা দুই সপ্তাহের বেশি সময় আগে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। এই মারণ ভাইরাস তার পরিবারের পিছু ছাড়ছে না। প্রথমে মাশরাফির শ্বাশুড়ি, তারপর তিনি নিজে, তারপর ছোট ভাই এবং সর্বশেষ মাশরাফির স্ত্রী সুমনা হক কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আজ মঙ্গলবার মাশরাফির পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ২৩ জুন তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার করোনা পজিটিভ ধরা পড়ে। করোনাকালে বড় ভাই মাশরাফির সঙ্গে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন মোরসালিন। অনেক সহযোগিতা করেছেন তাকে। এর আগে মাশরাফির শাশুড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

গত কয়েকদিনে  দুই দফা নমুনা পরীক্ষা করেও নেগেটিভ হননি মাশরাফি। আগামীকাল আরও একবার টেস্ট করার কথা তার। এরই মাঝে সুমান হক করোনা আক্রান্ত হলেন। তাদের সবার চিকিৎসা বাসাতেই চলছে। উল্লেখ্য, ম্যাশের চিকিৎসার দেখভাল করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ। মাশরাফির সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বিসিবির মেডিক্যাল বিভাগ। 

মন্তব্যসাতদিনের সেরা