kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

বিশ্বকাপ বাতিল করে যেন আইপিএল না হয় : ইনজামাম

কালের কণ্ঠ অনলাইন   

৬ জুলাই, ২০২০ ১৭:০৭ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বকাপ বাতিল করে যেন আইপিএল না হয় : ইনজামাম

এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য এখনো ঝুলছে। কোনো সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি। অনেকেই বলছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে এ বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার কোনো সুযোগ নেই। আর এই সুযোগটাই নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে গেলে ওই ফাঁকা উইন্ডোতে তারা আইপিএল আয়োজন করবে। এই বিষয়টিতে তীব্র আপত্তি জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

নিজের ইউটিউব চ্যানেলে আইসিসিকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ইনজামাম বলেছেন, 'অনেকেই অনেক কথা বলছেন। কেউ কেউ বলছেন, এ বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ না ও অনুষ্ঠিত হতে পারে। অস্ট্রেলিয়া বলতে পারে বিশ্বকাপে অংশ নেওয়া ১৮টি দেশের দেখভাল করা এ পরিস্থিতিতে যথেষ্ট কঠিন। গুজব আছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে আইপিএল ও ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় সেটি হয়তো অনুষ্ঠিত হবে না।'

ইনজির এই শংকার পেছনে কারণ হলো ক্রিকেটবিশ্বে ভারতের প্রভাব, 'ভারতীয় ক্রিকেট বোর্ড খুবই শক্তিশালী এবং আইসিসিতে তাদের নিয়ন্ত্রণ আছে। অস্ট্রেলিয়া যদি বলে দেয় তাদের পক্ষে এ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়, তাহলে সেটি খুব সহজেই গ্রহণ করে নেওয়া হবে। কিন্তু একই সময়ে ঘরোয়া কোনো টুর্নামেন্ট আয়োজিত হলে প্রশ্ন উঠবে। ভারতীয় বোর্ড যদি ৮ দলের টুর্নামেন্ট আয়োজন করতে পারে তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়া কেন প্রায় একইরকম টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না?'

মহামারির এই সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জোর দেওয়া জরুরি বলে মনে করেন ইনজামাম, 'টি-টোয়েন্টি লিগ বাদ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া উচিত। নইলে তরুণেরা আন্তর্জাতিক ম্যাচ নয় ঘরোয়া লিগগুলোয় বেশি মনোযোগী হয়ে পড়বে। আরও শুনেছি এশিয়া কাপের সূচিও নাকি কোন এক ইভেন্টের সঙ্গে সাংঘর্ষিক। আইসিসি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও অন্যান্য বোর্ডের সবাই মিলে একসঙ্গে বসে আন্তর্জাতিক ক্রিকেটকে অগ্রাধিকারের বার্তা দেওয়া উচিত।'

মন্তব্যসাতদিনের সেরা