kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

৬ ফুট ৩ ইঞ্চির টোরেসকে দলে ভেড়ানোর দৌড়ে চেলসি

কালের কণ্ঠ অনলাইন   

৪ জুলাই, ২০২০ ১৮:৩৪ | পড়া যাবে ১ মিনিটে৬ ফুট ৩ ইঞ্চির টোরেসকে দলে ভেড়ানোর দৌড়ে চেলসি

এই সপ্তাহেই ওয়েস্টহ্যামের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে চেলসি। এই ক্ষেত্রে ব্লুজদের রক্ষণভাগের ক্রস মোকাবেলায় তাদের দুর্বলতা দেখা গেছে। বিষয়টি স্বীকার করেছেন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। গতকাল তিনি দ্য টেলিগ্রাফকে বলেছেন, তার স্কোয়াডে উচ্চতার ঘাটতি রয়েছে। এই গ্রীষ্মে এর সমাধানের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন তিনি।

এসব কারণে ভিয়ারিয়াল থেকে ৬ফুট ৩ ইঞ্চি লম্বা ডিফেন্ডার পও টোরেসেকে দলে ভেড়ানোর দৌঁড়ে চেলসিকে দেখা গেলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না। এদিকে ডেইলি মেইলের দাবি, ২৩ বছর বয়সী এই স্প্যানিশ তারকা সহ ইউরোপের দীর্ঘদেহী খেলোয়াড়দের দলে ভেড়ানোর মিশনে নামছে চেলসি।

তবে ওই ডিফেন্ডারকে দলে ভেড়াতে চাইলে চেলসির লড়তে হবে আর্সেনাল, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মত বাঘা বাঘা ক্লাবের সঙ্গে। বর্তমান ক্লাবের সঙ্গে টোরেসের রিলিজ ক্লজের বিপরীতে ধার্য রয়েছে ৪৫ মিলিয়ন পাউন্ড। ইতোমধ্যে চুক্তির মেয়াদ ৩ বছর কেটে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা