kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

ইংলিশ ক্রিকেটারদের জার্সিতেও থাকবে 'ব্ল্যাক লাইভস ম্যাটার'

কালের কণ্ঠ অনলাইন   

৩ জুলাই, ২০২০ ২১:০১ | পড়া যাবে ২ মিনিটেইংলিশ ক্রিকেটারদের জার্সিতেও থাকবে 'ব্ল্যাক লাইভস ম্যাটার'

ইংল্যান্ডের বিপক্ষে আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' লেখা জার্সি পড়ে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এমন ঘোষণা আগেই দিয়েছিল ক্যারিবীয়ানরা। এবার সেই একই পথে হাঁটল ইংল্যান্ড। স্বাগতিক দলের ক্রিকেটারদের জার্সিতেও লেখা থাকবে 'ব্ল্যাক লাইভস ম্যাটার'। গত মে মাসের শেষের সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েড হত্যার পর সারাবিশ্বেই বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু হয়।

ওই নির্মম হত্যার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে ফেটে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব। বিশ্বজুড়ে এখনো চলছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। করোনাভাইরাসের পর শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলগুলির জার্সিতে লেখা রয়েছে 'ব্ল্যাক লাইভস ম্যাটার'। এবার ক্রিকেটারদের জার্সি দেখা যাবে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' লেখা। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুট ও প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা বেন স্টোকস এমন সিদ্বান্তে একমত পোষণ করেছেন।

আগামী ৮ জুলাই সাউথ্যাম্পটনে শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এর আগে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলন, 'ব্ল্যাক লাইভস ম্যাটার'- এমন বার্তাকে পূর্ণ সমর্থন করে ইসিবি। এটি সংহতি ও সামাজিক পরিবর্তনের বার্তা। সমাজে বা খেলাধুলায় বর্ণবাদের কোনো স্থান থাকতে পারে না। এটি মোকাবেলায় আমাদের আরও বেশি সচেতনতা তৈরি করতে হবে।'

মন্তব্যসাতদিনের সেরা