kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

রিজার্ভ বেঞ্চ থেকে টেস্ট দলে গ্যাব্রিয়েল

কালের কণ্ঠ অনলাইন   

৩ জুলাই, ২০২০ ১৮:৩৮ | পড়া যাবে ২ মিনিটেরিজার্ভ বেঞ্চ থেকে টেস্ট দলে গ্যাব্রিয়েল

গোঁড়ালির ইনজুরির কারণে ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের রিজার্ভ স্কোয়াডে রাখা হয়েছিলো পেসার শ্যানন গাব্রিয়েলকে। কিন্তু চোট কাটিয়ে উঠেছেন তিনি। প্রস্তুতি ম্যাচে ফিটনেসের প্রমাণ দিয়ে ভালো পারফরমেন্স করায় তিনি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিবীয়ান স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এ খবর নিশ্চিত করেছে। ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হারপার বলেন, 'গাব্রিয়েলকে দলে নিতে পেরে আমি উচ্ছসিত। প্রস্তুতি ম্যাচে সে প্রমাণ করেছে, সে ফিট ও খেলার জন্য প্রস্তুত। আমাদের বোলিং আক্রমণে সে অভিজ্ঞতা, আগুনে বোলিং ও শক্তি যোগ করবে।'

গত বছর গাব্রিয়েলের ডান পায়ের গোঁড়ালিতে অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর গত সেপ্টেম্বর থেকে কোনো ম্যাচই খেলেননি তিনি। তবে তার সুস্থতা ব্যাপারে আশাবাদি ছিল ওয়েস্ট ইন্ডিজ। তাই ইংল্যান্ড সফরে ১১ জন রিজার্ভ খেলোয়াড়ের সাথে গাব্রিয়েলকেও নেওয়া হয়। ম্যানচেস্টারে নিজেদের মধ্যে খেলা দুটি প্রস্তুতি ম্যাচে ১২২ রানে ৮ উইকেট নেন গাব্রিয়েল। গত বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ে প্রধান ভূমিকা রাখেন এই ডান-হাতি পেসার।

সাউদাম্পটনে আগামী ৮ জুলাই শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। পরের দুই টেস্ট হবে ম্যানচেস্টারে। সবগুলো ম্যাচই হবে 'জীবাণুমুক্ত পরিবেশে’' ও দর্শকশূন্য স্টেডিয়ামে।

মন্তব্যসাতদিনের সেরা