kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

১ মাসে ৪ কেজি ওজন কমালেন সাইফউদ্দিন

কালের কণ্ঠ অনলাইন   

২ জুলাই, ২০২০ ১৭:২১ | পড়া যাবে ১ মিনিটে১ মাসে ৪ কেজি ওজন কমালেন সাইফউদ্দিন

গত মার্চ থেকে করোনাভাইরাসের কারণে ক্রিকেট স্থগিত হয়ে আছে। বন্ধ আছে অনুশীলন। সীমিত আকারে লকডাউন তুলে দেওয়া শুরু হলেও ক্রিকেট ফিরতে আরও দেরি আছে। এই অবসরে শুয়ে বসে না থেকে ক্রিকেটাররা নিজেদের ফিটনেস নিয়ে ঠিকই কাজ করে যাচ্ছেন। যেমন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

নিজেকে ফিট রাখতে সাইফ নিয়মিত জিমনেশিয়ামে ঘাম ঝরাচ্ছেন। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর অনুশীলনের এক ভিডিও পোস্ট করেছেন সাইফউদ্দিন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা সেই ভিডিওর ক্যাপশনে লেখা, 'আলহামদুলিল্লাহ প্রায় এক মাসের চেষ্টায় ৪ কেজি ওজন কমিয়ে আনলাম।'

কয়েকদিন আগে জ্বর-সর্দি থেকে সুস্থ হয়ে ওঠেছেন সাইফউদ্দিন। ১০-১২ দিন জ্বর-সর্দিতে ভুগলেও তিনি করোনা পরীক্ষা করেননি। গত ৩০ জুন মঙ্গলবার বিসিবির প্রধান চিকিৎসক গণমাধ্যমে সাইফের সুস্থ হয়ে ওঠার খবর জানান। সাঈফ এখন শুধু সুস্থই নন, রীতিমতো ঘাম ঝরাচ্ছেন নিয়মিত।

মন্তব্যসাতদিনের সেরা