kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

লঞ্চডুবিতে মৃত্যুর ঘটনায় শোকাহত ক্রিকেটাঙ্গন

কালের কণ্ঠ অনলাইন   

৩০ জুন, ২০২০ ১৯:৪৯ | পড়া যাবে ২ মিনিটেলঞ্চডুবিতে মৃত্যুর ঘটনায় শোকাহত ক্রিকেটাঙ্গন

এদেশের মানুষের প্রাণের মূল্য কতটা কম তা আবারও প্রমাণিত হলো লঞ্চডুবির ঘটনায়। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় ঢাকার বুড়িগঙ্গা নদীতে 'ময়ূর-২' নামের লঞ্চের ধাক্কায় পানিতে ডুবে যায় 'মর্নিং বার্ড' নামের আরেকটি লঞ্চ। পানিতে ডুবে যাওয়া লঞ্চে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিলো। পরে বিভিন্ন বাহিনীর ডুবুরিরা পানির নিচ থেকে এখন পর্যন্ত ৩৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করেছে।

ভয়াবহ এই লঞ্চ দূর্ঘটনায় শোকে মুহ্যমান জাতীয় দলের ক্রিকেটাররা। করোনাভাইরাসের মধ্যে কেউ এমন দূর্ঘটনা মেনে নিতে পারছেন না। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান্ডারবয় সাকিব আল হাসান শোক প্রকাশ করেছেন। আরও শোক প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও পেসার রুবেল হোসেন। ২০২০ সালটা মোটেও ভালো যাচ্ছে না বলে জানান মুশফিক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক লিখেছেন, 'বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিরীহ মানুষদের প্রাণহানিতে আমি হতবাক ও শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন পর্যন্ত বছরটা ভালো নয়…।'

রুবেল লিখেছেন, 'এসেছিল স্বপ্নের নগরীতে বেঁচে থাকার আশায়। কে জানত নিজেরাই চলে যাবে স্বপ্নপুরীতে। অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক একটি দূর্ঘটনা। বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। হে মহান আল্লাহ আপনি সকল নিহতের পরিবারকে এই শোক সামলে ওঠার শক্তি দান করুন। আমিন।'

মন্তব্যসাতদিনের সেরা