kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

'রিভিউ মাস্টার' ধোনি ডিআরএস পছন্দ করতেন না!

কালের কণ্ঠ অনলাইন   

৩০ জুন, ২০২০ ১৬:৫৮ | পড়া যাবে ২ মিনিটে'রিভিউ মাস্টার' ধোনি ডিআরএস পছন্দ করতেন না!

ক্রিকেট মাঠে রিভিউ নেওয়ার ক্ষেত্রে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছিলেন গুরু তুল্য। তার রিভিউগুলো এতটাই সঠিক হতো যে ক্রিকেটপ্রেমীরা ভালোবেসে ডিআরএস-এর নাম দিয়েছিলেন 'ধোনি রিভিউ সিস্টেম'। সেই মহেন্দ্র সিংহ ধোনিই নাকি এই রিভিউ প্রযুক্তি পছন্দ করতেন না! এমন অবাক করা তথ্য দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত প্রথম ডিআরএস ব্যবহার করে। যদিও সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন অনিল কুম্বলে। আকাশ চোপড়া বলেন, 'সেই ম্যাচে আমরা নতুন এই প্রযুক্তির ব্যবহার করতে ব্যর্থ হয়েছিলাম। নতুন প্রযুক্তি, তাই অসুবিধা হয়েছিল। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের যখন পছন্দ নয়, তখন এটা ব্যবহার আমরা করব না।'

চোপড়া আরও বলেন, 'ধোনিরও পছন্দ ছিল না এই প্রযুক্তি। তার মতে প্রযুক্তিতে ভুল আছে। আজও ডিআরএস পুরোপুরি সঠিক তথ্য দেয় না। খুব সুক্ষ্ম বিষয় হলে ডিআরএস আজও মাঠে থাকা আম্পায়ারের উপরেই ভরসা রাখে।'

এর আগে ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারও ডিআরএস নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। যদিও পরবর্তী সময় ক্রিকেটবিশ্ব জুড়ে চালু হয়ে যায় ডিআরএস প্রযুক্তি। করোনা পরবর্তী সময় ডিআরএসের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। চোপড়া বলেন, 'এই প্রযুক্তির ভক্ত বিরাট কোহলি। সে সব ধরনের ক্রিকেটেই এই প্রযুক্তি চায়।'

মন্তব্যসাতদিনের সেরা