kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

করোনা হয়েছে- টেরই পাননি স্যার বোথাম

কালের কণ্ঠ অনলাইন   

২৯ জুন, ২০২০ ১৯:৪৯ | পড়া যাবে ২ মিনিটেকরোনা হয়েছে- টেরই পাননি স্যার বোথাম

করোনাভাইরাস কারও জন্য প্রাণ সংহারকারী আবার কারও কাছে কিছুই না। যেমন ইংলিশ কিংবদন্তি স্যার ইয়ান বোথাম। আরও আগেই তিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু টের পাননি! ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেছিলেন, সাধারণ ফ্লুতে আক্রান্ত হয়েছেন। তিনি এটাও মনে করেন যে, করোনাকে আর ভয় না করে দ্রুতই মাঠে ক্রিকেট ফেরানো প্রয়োজন।

বোথাম জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে তিনি ঠান্ডাজনিত সমস্যায় ভুগেছিলেন। সম্প্রতি গুড মর্নিং ব্রিটেনকে তিনি বলেন, 'ছয় মাস আগের কথা। সেই সময় এটা সম্পর্কে কেউ জানত না, কেউ এর নাম পর্যন্ত শোনেনি। আসলে আমার কোভিড-১৯ হয়েছিল। ডিসেম্বরের শেষ দিকে আক্রান্ত হয়েছিলাম আমি। সমস্যা জানুয়ারির প্রথম দিকেও ছিল। আমি ভেবেছিলাম, খুব বাজেভাবে ফ্লুতে আক্রান্ত হয়েছি।'

ইংল্যান্ডের হয়ে ১০২ টেস্ট ও ১১৬টি ওয়ানডে খেলা এই খ্যাতিমান অল-রাউন্ডার আরও বলেন, ' এটা কত দিন ধরে যে পৃথিবীতে আছে তা কেউ জানে না। এটা অনেকটা অন্ধকারের মতো। দেখা যাক ভবিষ্যতে কী হয়। একন মানুষ খুব সচেতন। আশা করছি আরও সপ্তাহ দু-এক তারা এভাবেই ধৈর্য ধরে থাকবে। যাতে করে আমরা (নিকট ভবিষ্যতে) এমন একটি পরিস্থিতি পাই যে সবাই সব জায়গায় যেতে পারব।'

করোনাভাইরাসকে আর ভয় না করে ক্রিকেট শুরুর পরামর্শও দিয়েছেন এই কিংবদন্তি, 'আশা করছি দ্রুতই ক্রিকেট মাঠে ফিরবে। শিগগিরই আমাদের কয়েকটি সভা হবে। আর সেই সভা গুলোতেই সিদ্ধান্ত নেওয়া হবে। ডারহামে ছেলেরা অনুশীলনে ফিরেছে। ওদের সঙ্গে কথা বলে আমার কাছে মনে হয়েছে ওরা মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছে। সাদা বা লাল বল- যে কোনো ধরনের ক্রিকেট এবার মাঠে ফেরানো দরকার।'

মন্তব্যসাতদিনের সেরা