kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

'লকডাউনে শরীর হয়েছে জম্বির মতো'!

কালের কণ্ঠ অনলাইন   

৭ জুন, ২০২০ ১৪:৫০ | পড়া যাবে ২ মিনিটে'লকডাউনে শরীর হয়েছে জম্বির মতো'!

করোনা ভাইরাস ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। প্রায় তিন মাস ধরে বন্ধ আছে খেলাধুলা। যেসব ক্রিকেটারদের বাড়িতে জায়গা নেই, তারা সেভাবে অনুশীলনও করতে পারছেন না। শুয়ে বসে থেকে অনেকের শরীরে জং ধরে যাওয়ার অবস্থা। এমন অবস্থায় নিজেকে জম্বি মনে হচ্ছে দীনেশ কার্তিকের কাছে। 

ভারতের ফিল্ডিং কোচ শ্রীধর এবং বোলিং কোচ ভরত অরুণ বলেছিলেন যে, ৬ থেকে ৮ সপ্তাহের প্রস্ততি শিবিরের প্রয়োজন হতে পারে ভারতীয় ক্রিকেটারদের। তারপর আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু কার্তিক আবার এতদিন সময় নিতে চান না। এক সাক্ষাতকারে কার্তিক বলেছেন, 'আমার মনে হয় ম্যাচ খেলার অবস্থায় ফেরার কাজটা খুব কঠিন। অন্তত চার সপ্তাহ তো লাগবেই। ধীরে ধীরে শুরু করতে হবে। আস্তে আস্তে বাড়াতে হবে অনুশীলনের সময়। তারপর বাড়াতে হবে তীব্রতা।'

ভারতে ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। তবে এখনো এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার অনুমতি মেলেনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বলেছেন, 'চেন্নাইয়ে এখন লকডাউন অনেকটা শিথিল। তাই মনে হয় অনুশীলনের অনুমতি পাওয়া যেতে পারে। আমিও অনুশীলন শুরু করার কথা ভাবছি। তবে তাড়াহুড়া করলে চলবে না। শরীর এখন পুরোপুরি এখন জম্বি মোডে আছে। বাড়িতে বসেই সময় কাটছে। তেমন কিছু করছি না।'

মন্তব্যসাতদিনের সেরা