kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

ধারাভাষ্যে ইস্তাফা দিলেন বয়কট

কালের কণ্ঠ অনলাইন   

৬ জুন, ২০২০ ২১:৩৮ | পড়া যাবে ২ মিনিটেধারাভাষ্যে ইস্তাফা দিলেন বয়কট

করোনাভাইরাসের আতঙ্কে ও শারীরিক অবস্থার কথা চিন্তা করে ধারাভাষ্যকে বিদায় জানালেন ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় ও সাবেক অধিনায়ক জিওফ্রে বয়কট। গত ১৪ বছর ধরে বিবিসির টেস্ট ম্যাচ বিশেষজ্ঞ ধারাভাষ্যকার দলের সাথে যুক্ত ছিলেন তিনি।ধারাভাষ্যকে বিদায় বলার বিষয়টি বয়কট নিজেই টুইটারে জানিয়েছেন। আগামী মাসে ইংল্যান্ড-উইন্ডিজের টেস্ট সিরিজে বয়কটের ধারাভাষ্য শুনতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা।

এই প্রবীণ ক্রিকেট ব্যক্তিত্ব অবসরের ঘোষণা দিয়ে টুইটারে লিখেন , '১৪ বছরের অসাধারণ ক্যারিয়ারের জন্য আমি বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল ধারাভাষ্যকার দলকে ধন্যবাদ জানাই। আমি এই যাত্রা দারুণ উপভোগ করেছি। ক্রিকেটকে আমি আরও ভালোবেসেছি। আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, যারা আমার ধারাভাষ্য উপভোগ করেছে। সব মিলিয়ে এই যাত্রা খারাপ ছিল না।'

বিবিসির সাথে গত গ্রীষ্মে চুক্তি শেষ হয় বয়কটের। তবে বর্তমান পরিস্থিতিতে করোনার কারনে ধারাভাষ্য ছাড়ার সিদ্বান্ত নিতে সহজ হয়েছে বয়কটের, 'দীর্ঘদিন বিবিসির সাথে কাজ করেছি। গত গ্রীষ্মেই বিবিসির সাথে আমার চুক্তি শেষ হয়েছে। আমি চালিয়ে যেতে পারতাম এটা। তবে আমাকে বাস্তবতা নিয়ে ভাবতে হবে। নিজের সাথে সৎ থাকতে হবে। কোভিড-১৯ আমাদের দুই পক্ষের সিদ্ধান্ত সহজ করে দিয়েছে।'

সম্প্রতি বয়কটের হৃদপিণ্ডে বাইপাস অপারেশন করতে হয়েছে। যে কারণে তিনি আর করোনার মাঝে কোনো ঝুঁকি নিতে চাননি। তাই আসন্ন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের জন্য ৭৯ বছর বয়সী বয়কটের নাম বিবিসির ঘোষিত ধারাভাষ্যের তালিকায় ওঠেনি। তিনি বলেন, 'কয়েক মাস আগে আমার বাই-পাস হয়েছে। আমার বয়স এখন ৭৯। এই বয়সে সারাদিন ধারাভাষ্য দেওয়া ঝুঁকিপূর্ণ। যদিও যাদের সঙ্গে ধারাভাষ্য দেই, তারা আমার বন্ধু। আমি তাদের সবাইকে পছন্দ করি।'

মন্তব্যসাতদিনের সেরা