kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

করোনায় ভারতীয় ফুটবলারের মত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৬ জুন, ২০২০ ১৫:৪৩ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় ভারতীয় ফুটবলারের মত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের জাতীয় দলের সাবেক ফুটবলার হামজা কোয়া। আজ শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। এই নিয়ে কেরালায় করোনা মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৯ এ। ৬১ বছরের সাবেক এই ফুটবলার মুম্বাইয়ের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। তাঁর মৃত্যুতে দেশটির ফুটবল অঙ্গনে শোক নেমে এসেছে।

মহারাষ্ট্রের হয়ে সন্তোষ ট্রফিতে অংশ নিয়েছিলেন হামজা কোয়া। কেরালার হলেও খেলা ছাড়ার পরেও তিনি মুম্বাইয়ে থাকতেন। তবে লকডাউনের আগেই তিনি কেরালার পৈতৃক বাড়ি পাড়াপানাগাড়িতে ফিরে এসেছিলেন । সেখানে পরিবারের সঙ্গেই ছিলেন। তবে মৃত্যুকালে হামজা কোয়ার ছেলে মুম্বাইয়ে অবস্থান করছিলেন।

২৬ মে থেকে হামজার মধ্যে কোভিডের সংক্রমণের উপসর্গ দেখা যায়। দ্রুত সময়ে তাকে মানজেরি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন আগে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। তবে কিছুতেই কোনো কাজ হয়নি। জানা গেছে, সাবেক এই ফুটবলারের পরিবারের আরও ৫ জন করোনায় আক্রান্ত। আইসলেশনে রাখার পর তাদের অবস্থা স্থিতিশীল। করোনা প্রটোকল মেনেই হামজা কোয়ার শেষকৃত্য সম্পন্ন হবে।

মন্তব্যসাতদিনের সেরা