kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

বর্ণবৈষম্য দূরীকরণ

বাস্কেটবল কিংবদন্তি জর্ডান ১০০ মিলিয়ন ডলার অনুদান দিলেন

কালের কণ্ঠ অনলাইন   

৬ জুন, ২০২০ ১২:৩৪ | পড়া যাবে ১ মিনিটেবাস্কেটবল কিংবদন্তি জর্ডান ১০০ মিলিয়ন ডলার অনুদান দিলেন

জাতিগত সমতা এবং সামাজিক বিচার নিশ্চিতের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার( বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫০ কোটি ‍টাকা) দান করবেন বলে জানিয়েছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান। এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে বর্ণ-বৈষ্যমের বিরুদ্ধে শুরু করা আন্দোলনের প্রেক্ষিতে এই ঘোষণা দিলেন জর্ডান। 

এক বিবৃতিতে এনবিএ কিংবদন্তি জানান, তিনি এবং তার ব্রান্ড (জর্ডান) ১০ বছর ধরে এই অর্থ বিতরণ করবেন। তার এই অনুদান বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা কয়েকটি সংগঠনকে দেওয়া হবে। 

প্রসঙ্গত, গত ২৫ মে এক কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আট মিনিটেরও বেশি সময় ধরে তার ঘাড়ে হাঁটু গেড়ে রাখে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার। এতে তাঁর মৃত্যু হয়। এরপর নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নামেন যুক্তরাষ্ট্রের জনগণ। সেইসঙ্গে বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে নামেন খেলোয়াড়রাও। 

মন্তব্যসাতদিনের সেরা