kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

আইপিএল খেলে ক্যারিয়ার ধ্বংস; আফসোস করছেন বিলিংস

কালের কণ্ঠ অনলাইন   

৫ জুন, ২০২০ ১৭:২৮ | পড়া যাবে ২ মিনিটেআইপিএল খেলে ক্যারিয়ার ধ্বংস; আফসোস করছেন বিলিংস

আইপিএল মানেই টাকার ওড়াওড়ি। তবে শুধু টাকা নয়, অনেকে মনে করেন আইপিএলে গেলে অনেক কিছু শেখা যায়। নিজেকে সমৃদ্ধ করা যায়। এমন চিন্তা থেকেই ক্যারিয়ারের শুরুতেই আইপিএলের মতো বড় ফ্র্যাঞ্চাইজি আসরে সুযোগ পেয়ে গিয়েছিলেন ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মেতে আর টাকার লোভে টেস্ট ক্রিকেটের কথা ভুলে যান তিনি। সেই বিলিংস এখন আফসোস করছেন আইপিএল নিয়ে। ভারতের এই লিগ খেলে তার ক্যারিয়ারটাই হুমকির মুখে।

ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে বিলিংস বলেন, 'এটার জন্য (স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেট) আমি নিজেকে ছাড়া আর কাউকে দোষ দিতে পারি না। আমার মনে হয়, আমি টেস্ট দলেও সুযোগ পেতে পারতাম। বিশেষ করে একজন ব্যাটসম্যান কিংবা উইকেটকিপিং পজিশনে। বিষয়টা খুব রোমাঞ্চকর হতো। এখন আমি শুধু সাদা বলের খেলোয়াড় হিসেবে একটা গণ্ডির মধ্যে আটকে থাকতে চাই না। আমি এর চেয়ে ভালো খেলোয়াড়।'

রঙ্গিন পোশাকেও জাতীয় দলে খুব একটা সুখকর অভিজ্ঞতা হয়নি বিলিংসের। এখন পর্যন্ত খেলেছেন ১৫টি ওয়ানডে আর ২৬টি টি-টোয়েন্টি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাত্র ৩৪ রান করায় চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়েন। এরপরেই ২৮ বছর বয়সে এসে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের উপলব্ধি হয় যে, আইপিএল খেলে ভুল করে ফেলেছেন তিনি। এখন তিনি টেস্ট খেলতে চান।

তাহলে কেন গিয়েছিলেন আইপিএলে? টাকার লোভে? বিলিংস জানান, 'আমি চারটি আইপিএল খেলেছি। একজন তরুণ খেলোয়াড় নিজের উন্নতির জন্য এমন একটি সুযোগ হাতছাড়া করতে চাইবে না। প্রথম দুই বছর আমি আর্থিকভাবে খুব একটা লাভবান হইনি। আমার জন্য এটা ছিল কেবল একটা সুযোগ। দিল্লি আমাকে ভিত্তিমূল্যেই কিনে নিয়েছিল (২০১৬ সালে ৩০ লাখ রুপিতে)। এখন আমি টেস্ট ক্রিকেট নিয়ে ভাবছি। আমি সাদা পোশাকে খেলতে চাই।'

মন্তব্যসাতদিনের সেরা