kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

করোনায় আক্রান্ত ব্রাজিলের ১৬ ফুটবলার

কালের কণ্ঠ অনলাইন   

৪ জুন, ২০২০ ১২:৪৮ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় আক্রান্ত ব্রাজিলের ১৬ ফুটবলার

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা থেকে বাঁচতে পারল না ব্রাজিলের প্রথম বিভাগের ফুটবল ক্লাব ভাস্কো দা গামার খেলোয়াড়রাও। ছোঁয়াচে এ রোগ ধরা পড়েছে ক্লাবটির ১৬ জন ফুটবলারের শরীরে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ভাস্কোর মেডিক্যাল ডিরেক্টর মার্কোস টেক্সেইরা।

জানা গেছে, ক্লাবটির খেলোয়াড়, কোচসহ ২৫০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

এ ব্যাপারে গত রবিবার এক ইউটিউব চ্যানেলে মার্কোস টেক্সেইরা বলেন, পরীক্ষার পর আমরা ১৬ খেলোয়াড়ের পজিটিভ পেয়েছি। রিপোর্ট হাতে আসার পর পরই ওই ১৬ জনকে দল থেকে আলাদা রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তারা ভাইরাস থেকে মুক্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত বাকিদের সঙ্গে মিশতে দেওয়া হবে না।

যদিও স্থানীয় গণমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে তিনজন সুস্থ হয়ে উঠেছেন। বাকিদের কোয়ারেন্টিনে চিকিৎসা চলছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজারের ওপর। দেশটিতে দিন দিন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা