kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

বার্সালোনার পাঁচজন করোনায় আক্রান্ত

কালের কণ্ঠ অনলাইন   

৩ জুন, ২০২০ ১৩:৪১ | পড়া যাবে ১ মিনিটেবার্সালোনার পাঁচজন করোনায় আক্রান্ত

করোনা পরবর্তীকালীন সময়ে নতুনভাবে শুরু হবে ১১ জুন। তার আগেই বড় ধাক্কা খেল বার্সেলোনা। স্পেনের একটি রেডিও চ্যানেল দাবি করেছে, দলের পাঁচ ফুটবলারের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। কিন্তু ক্লাব তা গোপন করে গিয়েছে। 

এর আগে গত মাসেই বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছিল, সমস্ত ফুটবলারদের করোনা পরীক্ষা হয়েছে এবং তার ফল নেগেটিভ এসেছে। তা হলে নতুনভাবে ফুটবলাররা কবে আবার করোনায় আক্রান্ত হলেন? নাকি তখনই ক্লাবের পক্ষ থেকে সেই তথ্য গোপন করা হয়েছিল? 

যদিও কোন পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত, তা জানাতে পারেনি ওই রেডিও চ্যানেল। 

তবে শোনা গিয়েছে, যে পাঁচ ফুটবলারের করোনা ধরা পড়েছে, তাঁদের এই রোগ সংক্রান্ত কোনো উপসর্গই ছিল না। পরে রক্ত পরীক্ষা করার সময়ে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে দুজন সাপোর্ট স্টাফও রয়েছেন। 

মন্তব্যসাতদিনের সেরা