kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

ক্রিকেট শুরুর পরিকল্পনা করে ফেলেছে বিসিবি

কালের কণ্ঠ অনলাইন   

২ জুন, ২০২০ ১৫:০৮ | পড়া যাবে ২ মিনিটেক্রিকেট শুরুর পরিকল্পনা করে ফেলেছে বিসিবি

করোনাভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় সাধারণ ছুটি থাকার পর সরকার অফিস এবং গাড়িঘোড়া সীমিত আকারে খুলে দিয়েছে। তবে আগের মতোই খেলাধুলা সম্পূর্ণরূপে বন্ধ আছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই একই রকম পরিস্থিতি। এর মাঝেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার ক্রিকেটাররা কঠোর নিয়মের মাঝে মাঠে অনুশীলন শুরু করেছে। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনা জানা গেল আজ। বিসিবিও প্রস্তুতি নিচ্ছে মাঠে ক্রিকেট ফেরানোর। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন ক্রিকেটারদের অনুশীলন শুরু করা নিয়ে গণমাধ্যমকে বলেছেন, 'আমরা পরিকল্পনা করছি, তবে এখনো ঠিক হয়নি কবে শুরু হবে। এটা নির্ভর করছে কোন কোন দেশের কি অবস্থা তার ওপর। শুরু করার আগে তো দেখতে হবে, আমাদের দেশ কী অবস্থায় রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা একটু ভালো পজিশনে আছে। ওদের সংক্রমণ একটু কমেছে, যার জন্য ওরা অনুশীলন শুরু করেছে। কিন্তু আমাদের এখনো এই অবস্থা আসেনি। তবে আমার প্রস্তুত আছি।'

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিন বেড়েই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে রেকর্ড ২ হাজার ৯১১ জন। নতুন করে মারা গেছে ৩৭ জন এবং সুস্থ হয়েছে ৫২৩ জন। হাবিবুল আরও বলেন, 'কিভাবে শুরু করব এটা নিয়ে অনেকদিন ধরেই পরিকল্পনা চলছে। আমাদের ফিজিও, ডাক্তার, ট্রেইনার, কোচ সবার সঙ্গেই আলোচনা চলছে। হয়তো ব্যক্তিগতভাবে ট্রেনিং করার একটা পরিকল্পনা চলছে। তবে কবে শুরু হবে এটার কোনো নির্দিষ্ট সময় ঠিক করা হয়নি। তবে শুরু হলে কিভাবে শুরু করা হবে, সেই পরিকল্পনা আমরা করে ফেলেছি।'

মন্তব্যসাতদিনের সেরা