kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

অদ্ভুত বোলিং অ্যকশন নিয়েই তৃপ্ত বুমরাহ

কালের কণ্ঠ অনলাইন   

২ জুন, ২০২০ ১৪:১৫ | পড়া যাবে ২ মিনিটেঅদ্ভুত বোলিং অ্যকশন নিয়েই তৃপ্ত বুমরাহ

এই মুহূর্তে ভারতীয় দলের প্রধান পেস তারকা তিনি। তার বল করার ভঙ্গি সারা বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞদের চমকে দিয়েছে। ভক্তদের অনেকেই তার বোলিং অ্যাকশন বা রান-আপ নকল করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। অনেকে আবার এই বোলিং অ্যাকশন বদলানোর পরামর্শ দিয়েছিলেন জসপ্রিত বুমরাহকে। কিন্তু নিজের অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়েই তিনি সন্তুষ্ট। নিজের প্রচেষ্টাতেই তিনি বোলিংয়ের খুঁটিনাটি শিখেছেন। হয়ে উঠেছেন ইয়র্কারের রাজা।

সাবেক ক্যারিবিয়ান পেসার মাইকেল হোল্ডিং তার অ্যাকশন দেখে চোট পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার আইসিসির একটি অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দুই সাবেক তারকা শন পোলক ও ইয়ান বিশপের কাছে নিজের যাবতীয় বোলিং রহস্য ফাঁস করলেন বুমরাহ। তিনি বলেন, 'ছোটবেলায় খুব বেশি প্রশিক্ষণ পাইনি। কোনো পেশাদার প্রশিক্ষক বা অ্যাকাডেমিও ছিল না। সবকিছুই নিজে নিজে শিখেছি। অ্যাকশন বদলানোর জন্য যারা পরামর্শ দিতেন, তাদের কথাও কখনও শুনিনি। নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে শক্তি, সহনশীলতা বৃদ্ধি করেছি।'

নিজের রানআপ নিয়ে বুমরাহ বলেন, 'বাড়ির বারান্দায় ছোট জায়গায় খেলতাম। ফলে বেশি জায়গা না থাকায় ৮ পা দৌড়ে এসে বল করাটাই ছিল আমার জন্য বড় লাইনআপ। পরবর্তীতে সেই অভ্যাসটাই থেকে গেছে। ছোট রান-আপের রহস্য এটাই। বড় রান-আপে বল করে দেখেছি। কিন্তু তাতে বোলিংয়ের খুব একটা পরিবর্তন হয়নি। গতি একইরকম থেকে গেছে। তাহলে শুধু শুধু বড় লাইনআপে বল করব কেন?'

মন্তব্যসাতদিনের সেরা